০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


বগুড়ায় বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের বাধা

-

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে বগুড়ায় কালো পতাকা মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। পুলিশ এ মিছিলে বাধা দিয়েছে এবং কালো পতাকা কেড়ে নিয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার সকাল ১১টায় শহরের নবাববাড়ী সড়কে জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলামের নেতত্বে কালো পতাকা হাতে নিয়ে মিছিল শুরু করেন নেতাকর্মীরা। মিছিলটি কিছুদুর সামনে এগিয়ে গেলে পুলিশ তারকাটার বেরিকেড দিয়ে আটকে দেয়। এরপর ওই সড়কেই সমাবেশ করেন নেতাকর্মীরা।

সমাবেশে সভাপতির বক্তব্যে ভিপি সাইফুল বলেন, সরকার এখন লাইফসাপোর্টে রয়েছে। জনগন অচিরেই সরকারকে মৃত ঘোষণা করবে। তাই সেদিনের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। সমাবেশে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নেতা আলী আজগর হেনা, লাভলী রহমান, বিএনপি নেতা রেজাউল করিম বাদশা, মাহবুবুর রহমান বকুল, পরিমল চন্দ্র দাস, মাফতুন আহমেদ খান রুবেল, মীর শাহে আলম, সহিদ উন নবী সালিাম, তাহা উদ্দিন নাহিন, শরাফত জামান পাশা, জেলা যুবদল সভাপতি সিপার আল বখতিয়ার, স্বেচ্ছাসেবক দল সভাপতি মেহেদী হাসান হিমু, শ্রমিকদল সভাপতি আব্দুল ওয়াদুদ, ছাত্রদল সভাপতি আবু হাসান, আলী মুর রাজি তরুন, মাহমুদ শরীফ মিঠু, খাদেমুল ইসলাম, আব্দুল হামিদ মিটুল, মাজেদুর রহমান জুয়েল, রোস্তম আলী, শফিকুল ইসলাম ,ফারুকুল ইসলাম ফারুক প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement