০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


মাহমুদুর রহমানের ওপর হামলায় রাবি সাদাদল ও শত নাগরিকের নিন্দা

-

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের ওপর সরকার দলীয় সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) জাতীয়তাবাদী ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী সাদা দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক প্রফেসর ড. এনামুল হক।

এছাড়া শত নাগরিক রাজশাহীর সভাপতি প্রফেসর ড. আব্দুর রহমান সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ এক বিবৃতিতে মাহমুদুর রহমানের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানান। রোববার সন্ধ্যায় পৃথক পৃথক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে তারা বলেন, প্রকাশ্য দিবালোকে আদালত চত্ত্বরে একজন বরেণ্য ব্যক্তির ওপর এ ধরণের হামলার ঘটনা কোন সভ্য সমাজে হতে পারে না। রাষ্ট্র ফ্যাসিবাদী চেতনা লালন করে চলেছে এটা তারই প্রমাণ। আমরা এ জঘন্য ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন, এডভোকেট আবুল কাসেম, প্রফেসর ড. ময়েজুল ইসলাম, রেজাউল করিম রাজু, প্রফেসর ড. এনামুল হক, প্রফেসর কে বি এম মাহবুবুর রহমান, প্রফেসর সি এম মোস্তফা, সরদার আব্দুর রহমান, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, ডা. নাজিব ওয়াদুদ, প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক, প্রফেসর ড.ফজলুল হক, প্রফেসর ড. আব্দুল আলিম, প্রফেসর ড. সৈয়দ সরওয়ার জাহান লিটন, প্রফেসর ড.শামসুজ্জোহা এসামী, প্রফেসর ড. মোহাম্মদ আলী প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ-সৌদি আরবের যৌথ উদ্যোগে ইউরিয়া সার কারখানার সম্ভাব্যতা সমীক্ষা সম্পন্ন আগামী ২ বছর উন্নয়নশীল এশীয় অর্থনীতির প্রবৃদ্ধি ৪.৯ শতাংশ থাকার আশা এডিবি প্রেসিডেন্টের চুয়াডাঙ্গায় আগুনে পুড়ে পানবরজ ছাই মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ, রিমান্ডে নেয়া হবে : ডিবি বৃহস্পতিবার সারা দেশের স্কুল-কলেজ বন্ধ ভূরুঙ্গামারীতে চিকিৎসকের কপাল ফাটিয়ে দিলেন ইউপি সদস্য ‘পঞ্চপল্লীর ঘটনা পাশবিক, এমন যেন আর না ঘটে’ টি২০ বিশ্বকাপের পিচ পৌঁছেছে নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে হাসপাতালে ভর্তি খালেদা জিয়া কমলাপুর স্টেশনে ট্রেন থেকে লাশ উদ্ধার মোরেলগঞ্জে বৃদ্ধের ফাঁস লাগানো লাশ উদ্ধার

সকল