২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

১২ জিবি র্যা মের স্মার্টফোন

-

স্মার্টফোনে টুকিটাকি কাজ সারতে পারায় প্রতিনিয়ত স্মার্টফোনের হার্ডওয়্যার শক্তিশালী করছে নির্মাতা প্রতিষ্ঠানগুলো। এজন্য প্রতিষ্ঠানগুলো উন্নত প্রসেসর ও অধিক র্যা মযুক্ত ডিভাইস বাজারে আনছে। সেই ধারাবাহিকতায় ১২ গিগাবাইট র্যা ম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরের নতুন ফোন এনেছে লেনেভো। সম্প্রতি চীনে এক সংবাদ সম্মেলনে লেনেভো জেড৫ প্রো জিটি নামে নতুন ফোনটি বাজারে আনার ঘোষণা দিয়েছে। ফোনটির নচ১ি‘‘বহীন ডিসপ্লের সাইজ ৬ দশমিক ৩৯ ইঞ্চি, রেজুলেশন ২৩৪০*১০৮০ পিক্সেল ও স্ক্রিন টু বডি রেশিও ৯৫.০৬ শতাংশ। ডিভাইসটির পেছনে রয়েছে কার্বন ফাইবার ডিজাইন, যা এর আগে ওয়ানপ্লাসের সিক্স-টির ম্যাকলেনার এডিশনেও আছে। নিরাপত্তার জন্য এতে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। সম্প্রতি বাজারে আসা কোয়ালকমের সবচেয়ে শক্তিশালী প্রসেসর স্ন্যাপড্রাগন ৮৫৫ আছে। ১২ গিগাবাইট র্যা মের পাশাপাশি স্টোরেজ সুবিধা দিতে মিলবে সর্বোচ্চ ৫১২ গিগাবাইট ইন্টারনাল মেমোরি। ছবি তোলার জন্য পেছনে রয়েছে ১৬ ও ২৪ মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা সেটআপ। সেলফি ও ভিডিও চ্যাটের জন্য আছে স্লাইড ১৬ ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাকআপের জন্য আছে ৩ হাজার ৩৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ৯.০ পাই। ডিভাইসটি নতুন বছর থেকে বিশ্বব্যাপী বিক্রি শুরু হবে। এটি ৬, ৮ ও ১২ গিগাবাইট র্যা মের সংস্করণে পাওয়া যাবে। মূল্য হবে ২৬৯৮ ইউয়ান, ৩৩৯৮ ইউয়ান ও ৪৩৯৮ ইউয়ান।


আরো সংবাদ



premium cement