১৯ মে ২০২৪, ০৫ জৈষ্ঠ ১৪৩১, ১০ জিলকদ ১৪৪৫
`


ফোর্টনাইট ব্যাটল রয়্যাল

-

বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় গেম ফোর্টনাইট ব্যাটল রয়্যাল। গেমের শুরুটা প্লেয়ার আননোনস ব্যাটল গ্রাউন্ডস দিয়ে হলেও, এ ধরনের গেমের মধ্যে নিজের শক্ত অবস্থান করে নিয়েছে। জনপ্রিয় এই মোবাইল গেমটির নির্মাতা এপিক গেমস। শুধু মাল্টিপ্লেয়ার মোডেই খেলা যায় ফোর্টনাইট। এতে নেই কোনো সিঙ্গেল প্লেয়ার মোড। খেলার লক্ষ্য দলবদ্ধভাবে বা একাই একটি ম্যাচের শেষ পর্যন্ত টিকে থাকতে হবে। একসাথে ১০০ জন পর্যন্ত গেমার একটি ম্যাচে অংশ নিতে পারবেন। ম্যাচ শুরুর আগে সবাইকে একটি দ্বীপে একত্র করা হয়, যেটাকে গেমের লবি বলা হয়। ম্যাচ শুরু হয়ে গেলে ফোর্টনাইটের মূল দ্বীপে সবাইকে উড়ন্ত বাসে করে নিয়ে যাওয়া হয়। এর পর গেমাররা মন মতো জায়গার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় সাথে থাকা গ্লাইডারে ভেসে অবতরণ করতে পারবেন। এ গেমের শুরুতে কোনো অস্ত্র দেয়া হয় না, দ্বীপে থাকা বাড়িঘর বা অন্যান্য স্থান থেকে অস্ত্রশস্ত্র জোগাড় করতে হয়। সেগুলো ব্যবহার করে গেমারদের একে অপরকে দমন করে টিকে থাকার চেষ্টা করতে হয়। এর মধ্যেই কিছুক্ষণ পরপর নতুন অস্ত্র এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি প্যারাশুটের মাধ্যমে দ্বীপে ড্রপ করা হয়। এভাবেই এগোতে থাকবে ম্যাচ, কমতে থাকবে গেমারের সংখ্যা। যাতে অংশগ্রহণকারী কমে যাওয়ায় একে অপরকে খুঁজে পেতে সমস্যা না হয় সে জন্য গেমের এলাকা ধীরে ধীরে ছোট করে দেয়া হয়। যারা নিরাপদ জায়গায় পৌঁছতে পারবে না, তারা ধীরে ধীরে নিজ থেকেই ম্যাচ থেকে বাদ পড়বে। এভাবে করে শেষ পর্যন্ত যে দল বা যে প্রতিযোগী টিকে থাকবে, সেই ম্যাচের বিজয়ী। প্লেয়ার আননোনস ব্যাটল গ্রাউন্ডসের সাথে ফোর্টনাইটে একটি বড় পার্থক্য, এই গেমে চাইলে কাঠ কেটে বা পাথর সংগ্রহ করে দেয়াল, র্যাম্প, সিঁড়ি তৈরি করা যাবে। এর মাধ্যমে নিজেকে রাখা যাবে নিরাপদ। আরো একটি পার্থক্য, ফোর্টনাইটের দ্বীপ নির্দিষ্ট সময় পরপর বদলে গিয়ে নতুন খেলার উপায় যোগ হয়ে থাকে। একে বলা হয় গেমের সিজন। গেমের মধ্যে নিজের চেহারা পাল্টানো বা অন্যান্য জিনিসের চেহারা বদলের জন্য খরচ করতে হবে ভিবাকস। এগুলো ম্যাচ জিতে অর্জন করা ছাড়াও ইন-অ্যাপ পারচেইজের মাধ্যমে কেনা যাবে। গেমটি খেলা যাবে ফ্রি। ফোর্টনাইট খেলতে চাইলে শুরুতে এপিক গেমসের সাইটে অ্যাকাউন্ট করে ডাউনলোড করতে হবে এপিকে ফাইল। ইমেইলে গেম খেলার ইনভাইট পেলে সেটি খেলা যাবে। আপাতত স্যামসাং, গুগল, ওয়ানপ্লাসের মতো কিছু নির্মাতার সর্বশেষ ফ্ল্যাগশিপেই গেমটি খেলা যাচ্ছে।


আরো সংবাদ



premium cement
শিগগিরই মাগুরায় রেললাইন চালু হবে : রেলমন্ত্রী সংসদ ভবনের সামনে স্বেচ্ছাসেবক লীগের ২ গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগকর্মী নিহত জুজুৎসুর সম্পাদকের যৌন নিপীড়নের তথ্য দিলো র্যা ব পানচাষীদের পরিশ্রমের ফসল জিআই স্বীকৃতি : প্রতিমন্ত্রী বগুড়ায় অবৈধ মজুদকৃত ১ লাখ ডিম উদ্ধার তথ্যের জন্য সাংবাদিকরা শতবার কেন্দ্রীয় ব্যাংকে যেতে পারেন : ডেপুটি গভর্নর ইসরাইলি হামলায় ৪০ ফিলিস্তিনি নিহত আফগানিস্তানে গুলিতে ৩ স্প্যানিশ ও ৩ আফগান নিহত বিভিন্ন অপরাধে সাতজনের ফাঁসি কার্যকর করল ইরান কিরগিস্তানে আতঙ্কে বাংলাদেশী শিক্ষার্থীরা ‘প্রাচীন হিব্রুদের সাথে ইসরাইলি ইহুদিদের জেনেটিক সংযোগ নেই’

সকল