০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


৫জি প্রকল্প থেকে বাতিল হুয়াওয়ে

-

৫জি নেটওয়ার্ক তৈরিতে হুয়াওয়ের প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনা থেকে সরে এসেছে যুক্তরাজ্য। দেশটিতে ৫জি নেটওয়ার্ক তৈরি করছে টেলিকম প্রতিষ্ঠান ব্রিটিশ টেলিকম (বিটি)। এই নেটওয়ার্কের মূলে হুয়াওয়ের কোনো যন্ত্রাংশ ব্যবহার করা হবে না। এমনকি বিটির বর্তমান ৩জি ও ৪জি নেটওয়ার্ক থেকেও বাদ দেয়া হবে হুয়াওয়ের যন্ত্রাংশ। ২০১৬ সালে টেলিকম প্রতিষ্ঠান ইইকে অধিগ্রহণ করেছে বিটি। দেশজুড়ে ৫জি নেটওয়ার্ক চালু করতে ওই প্রতিষ্ঠানের বর্তমান নেটওয়ার্কই ব্যবহার করবে তারা। দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা দেবে ৫জি। এর মাধ্যমে স্বচালিত গাড়ি এবং ইন্টারনেট অফ থিংসের মতো খাতে বড় পরিবর্তন আসবে। ৩জি ও ৪জি নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের যন্ত্রাংশ সরানোর কাজ ২০১৬ সাল থেকেই শুরু হয়েছে। ইতোমধ্যেই লন্ডনের ক্যানারি ওয়ারফে ৫জি মোবাইল ইন্টারনেটের পরীক্ষা শুরু করেছে ইই। আগের সপ্তাহেই ‘নেটওয়ার্ক নিরাপত্তায় গুরুতর ঝুঁকির’ কথা জানিয়ে ৫জি নেটওয়ার্কে হুয়াওয়ের যন্ত্রাংশ ব্যবহারের পরিকল্পনা বাতিল করেছে।


আরো সংবাদ



premium cement