২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

২৫ ডলারে নতুন রাসবেরি পাই

-

কম্পিউটিং যত বেশি সম্ভব সস্তা ও সহজ করাই লক্ষ্য রাসবেরি পাই ফাউন্ডেশনের। সে লক্ষ্যেই প্রতিষ্ঠানের সবচেয়ে শক্তিশালী কম্পিউটারের সস্তা সংস্করণ উন্মোচন করেছে। প্রতিষ্ঠানের সবচেয়ে শক্তিশালী মডেল বি+ কম্পিউটারের দাম ৩৫ মার্কিন ডলার। এই ডিভাইসটির অনেক ফিচার নিয়েই তৈরি করা হয়েছে নতুন রাসবেরি পাই ৩ মডেল এ+। নতুন এই সংস্করণের দাম রাখা হয়েছে ২৫ ডলার।
মডেল বি+ এর মতোই কোয়াডকোর ১.৪ গিগাহার্টজ ব্রডকম প্রসেসর ব্যবহার করা হয়েছে নতুন রাসবেরি পাইয়ে। এ ছাড়া আগের মতোই ব্লুটুথ ৪.২ এবং ২.৪ গিগাহার্টজ ও ৫ গিগাহার্টজ ওয়াইফাই রয়েছে ডিভাইসটিতে।
নতুন ডিভাইসটির মূল্য ১০ ডলার কমাতে গিয়ে কিছু ফিচার বাদও দেয়া হয়েছে মডেল এ+ থেকে। ডিভাইসটিতে রাখা হয়নি কোনো ইথারনেট পোর্ট। এক গিগাবাইটের বদলে শুধু ৫১২ মেগাবাইট র্যাম রয়েছে এতে। আর চারটি ইউএসবি ২.০ পোর্টের পরিবর্তে রাখা হয়েছে একটি পোর্ট। দামের দিক থেকে রাসবেরি পাইয়ের সবচেয়ে সস্তা সংস্করণ হলো পাঁচ ডলারের পাই জিরো। নতুন ডিভাইসটির দাম সে তুলনায় অনেক বেশি। তবে নতুন মডেলের কার্যক্ষমতা পাই জিরো এর চেয়ে অনেক বেশি হবে।


আরো সংবাদ



premium cement