১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


আসছে আইফোন এক্সএস

-

প্রযুক্তি দুনিয়ার অন্যতম আকাক্সিক্ষত আয়োজন হলো আইফোন লঞ্চ। প্রতি বছরের মরতা এবারো সেপ্টেম্বরের ১২ তারিখে দিন নির্ধারণ হয়েছে। ক্যালিফোর্নিয়ার কুপার্তিনোতে স্টিভ জবস থিয়েটারে জড়ো হবেন সবই। এই আয়োজনের সেরা আকর্ষণ আইফোন এক্সএস ওলেড মডেলের স্মার্টফোন। আইফোনের ইতিহাসে সর্বাধিক বিক্রিত এবং সর্বাধুনিক ফোন আইফোন এক্স-এর পরের সংস্করণ। অনুষ্ঠানে আরো থাকবে অ্যাপল ওয়াচ সিরিজ ৪। এই আয়োজনে ম্যাকবুক এয়ারের রেটিনা ডিসপ্লে উন্মোচিত হওয়ার গুজবও রয়েছে।
আইফোন এক্সএস ৫.৮ ইঞ্চি এবং ৬.৫ ইঞ্চি পর্দা নিয়ে আসবে। এই দুটো ফোনই একে অপরের সাথে প্রতিযোগিতা করবে। আগের আইফোন এক্স-এর ডিজাইনের সাথে মিল রয়েছে বলে জানাচ্ছেন অনেকে। এ ছাড়াও কমমূল্যের ৬.১ ইঞ্চির এলসিডি পর্দার আইফোনও আসবে সেপ্টেম্বরে। এক্সএস মডেল দুটো পৃথিবীর বিভিন্ন বাজারে পৌঁছাতে শুরু করবে সেপ্টেম্বরের শেষের দিকে। আইফোন নিয়ে আগাম তথ্য দিতে ওস্তাদ মিং-চি কুয়ো। তিনি জানান, দুটো ওলেড মডেলের স্পেসিফিকেশন প্রায় একই হবে।
এর মধ্যে আছে সাম্প্রতিক এ১২ চিপসেট, ৪জিবি র্যাম এবং ৬৪জিবি/২৫৬জিবি/৫১২জিবি স্টোরেজ। পেছনে ১২ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। ৫.৮ ইঞ্চি পর্দার মোবাইলের দাম শুরু হবে ৮০০ ডলার থেকে। আর ৬.৫ ইঞ্চির দাম শুরু হবে ৯০০ ডলার থেকে।
আর ওয়াচ সিরিজ ৪ এর ‘এজ-টু-এজ’ পর্দার কথা বলা হচ্ছে। গত বছরের অ্যাপল ওয়াচ সিজির ৩ এর চেয়ে নতুনটির ডিসপ্লে ১৫ শতাংশ বড় হবে।
বেশ কয়েক বছর ধরে ম্যাকবুক এয়ারের কোনো আপগ্রেড পায়নি ভক্তরা। এবার কম মূল্যের রেটিনা ডিসপ্লে যুক্ত ম্যাকবুক আনতে পারে।


আরো সংবাদ



premium cement
এক বছর পর দাউদকান্দিতে ড. মোশাররফ গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে সুষ্ঠুভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন রাজধানীতে আ’লীগের শান্তি সমাবেশ আজ কুয়াকাটা সৈকতে সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নান সরকারি হাসপাতালে অবৈধ ক্যান্টিন ও ওষুধের দোকান বন্ধের নির্দেশ ভোটের অধিকার কেড়ে নিয়ে আ’লীগ জনগণকে নাগরিক হিসেবে বাতিল করেছে : জোনায়েদ সাকি ইবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেলের লাইন মালয়েশিয়ায় বিএমইটি কার্ডের নামে প্রতারণার ফাঁদ : সতর্ক করল দূতাবাস ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল আল মাহমুদপুত্র মীর তারিকের ইন্তেকাল

সকল