৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


স্ম র ণ : মেজর আবদুল গনি

-

আমাদের ইতিহাসে অগ্নিঝরা নাম মেজর আবদুল গনি। জন্ম ১৯১৫ সালের ১ ডিসেম্বর কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার নাগাইশ গ্রামে। ঐতিহ্যবাহী ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠার পুরোধা মেজর গনি। ভাষা আন্দোলনের ইতিহাসের একজন স্মরণীয় ব্যক্তিত্বও তিনি। স্কুলজীবনেই সাথীদের নিয়ে গড়ে তোলেন ‘সবুজ কোর্তা’ বাহিনী, যা কুমিল্লা ও চট্টগ্রামে দুর্যোগ মোকাবেলায় সামাজিক আন্দোলনে অবদান রাখে। মেজর গনি স্নাতক শ্রেণীর ছাত্র থাকাকালে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ১৯৪১ সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীর পাইওনিয়ার কোরে কমিশন্ড অফিসার হিসেবে যোগদান করেন। বিশ্বযুদ্ধে অসামান্য অবদান রাখায় ‘টাইগার গনি’ হিসেবে পরিচিত হতে থাকেন তিনি। পাইওনিয়ার কোরের সদস্যদের নিয়ে রেজিমেন্ট গঠনে অগ্রসর হন। পাকিস্তানের আত্মপ্রকাশের পর সেনাপ্রধান নিয়োজিত হন জেনারেল স্যার মেসার্ভি। ইতঃপূর্বে গঠিত দু’টি কোম্পানি নিয়ে বাঙালিদের জন্য রেজিমেন্ট গঠনের পরিকল্পনা সেনাপ্রধানের কাছে ব্যক্ত করেন মেজর গনি। মেসার্ভি বাঙালি সৈন্যদের প্রথম ইউনিট গঠন করার অনুমোদন দেন। ১৯৪৭ সালের অক্টোবর মাসে ভারত থেকে দু’টি কোম্পানি নিয়ে ঢাকায় এসে ঘাঁটি তৈরি করেন কুর্মিটোলায়। শুরু হলো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যাত্রা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সেনাবাহিনীর বেশির ভাগ সদস্য এই রেজিমেন্টের সদস্য।
১৫ ফেব্র“য়ারি ১৯৪৮। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের উদ্বোধন অনুষ্ঠান শেষে চা চক্রে জিওসি আইয়ুব খান বলেন, বাঙালি সৈনিকেরা উর্দু ভাষায় কথা বলবে। তাতে মেজর হোসেন নামে এক সেনা বিরোধিতা করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন আইয়ুব খান। এর তীব্র প্রতিবাদ জানান মেজর গনি। বলেন, ‘আমাদের মাতৃভাষা বাংলা, বাঙালি সৈন্যরা কখনোই উর্দু ভাষায় কথা বলবে না।’ আইয়ুব খান ‘শাট আপ, সিট ডাউন’ বলে তাকে থামিয়ে দেয়ার চেষ্টা করেন। পরে উর্দু ভাষায় কথা বলার আদেশ অমান্য করেন মেজর গনি। ফলে প্লাটুন থেকে বের করে দেয়া হয় তাকে। ১৯৫৩ সালে চাকরি ছেড়ে রাজনীতিতে যোগ দেন। ১৯৫৪ সালে প্রাদেশিক আইনসভার নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে যুক্তফ্রন্ট ও মুসলিম লীগের প্রার্থীদের বিপুল ভোটে পরাজিত করে কুমিল্লা থেকে তিনি নির্বাচিত হন। ১১ নভেম্বর, ১৯৫৭ সাল। আইনসভার সদস্য হিসেবে অক্টোবর মাসে জার্মানির বার্লিনে বিশ্বের সাবেক সেনাদের সম্মেলনে যোগদানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে চিরবিদায় নেন গনি। তার নামে ঢাকায় নামকরণ ও একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার জন্য প্রয়োজন সরকারি-বেসরকারি উদ্যোগ। হ
ইমরান হোসাইন আনসারী


আরো সংবাদ



premium cement