২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


২৮ ডিসেম্বর জাতীয় পার্টির জাতীয় সম্মেলন

২৮ ডিসেম্বর জাতীয় পার্টির জাতীয় সম্মেলন - ছবি : নয়া দিগন্ত

আগামী ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউশনে এই সম্মেলন হবে। এছাড়া চট্টগ্রাম ৮ আসনের আসন্ন উপ-নির্বাচনে জাতীয় পার্টি অংশ গ্রহণ করবে। পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে জাতীয় পার্টির প্রাথী হিসেবে মনোনিত করা হয়েছে।

রোববার বনানী জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে দলটির প্রেসিডিয়ামের এক সভায় সর্বসম্মতভাবে এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এমপি, এম.এ. সাত্তার, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, মো. আবুল কাশেম, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, হাফিজ উদ্দিন আহমেদ, গোলাম কিবরিয়া টিপু এমপি, এ্যাড. শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম এমপি, মুজিবুল হক চুন্নু এমপি, এ্যাড. সালমা ইসলাম এমপি, সৈয়দ মোহাম্মদ আব্দুল মান্নান, হাবিবুর রহমান, সুনীল শুভরায়, এস.এম. ফয়সল চিশতী, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, আজম খান, সোলায়ম আলম শেঠ, আলহাজ্ব আতিকুর রহমান আতিক, মেজর (অব.) খালেদ আখতার, ব্যারিস্টার দিলারা খন্দকার, এ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, ফখরুজ্জামান জাহাঙ্গীর, সৈয়দ দিদার বখ্ত, কাজী মামুনুর রশীদ, নাজমা আখতার এমপি, আব্দুস সাত্তার মিয়া, আলমগীর সিকদার লোটন, এমরান হোসেন মিয়া, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল এমপি প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া চেয়ারম্যানের বিশেষ আমন্ত্রণে পার্টির সংসদ সদস্যদের মধ্যে রওশন আরা মান্নান, শরিফুল ইসলাম জিন্নাহ, লিয়াকত হোসেন খোকা, আহসান আদেলুর রহমান, নুরুল ইসলাম তালুকদার, পনির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

আদাবর থানা জাতীয় পার্টি প্রতিবাদ সমাবেশ সোমবার
আদাবর থানা জাতীয় পার্টি অফিসকে ঘিরে ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সোমবার বিকেল ৩টায় আদাবর থানা জাতীয় পার্টি কার্যালয়ে (বাড়ি-৫৯৫, রোড-১০, বায়তুল আমান হাউজিং) প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। প্রতিবাদ সভায় উপস্থিত থাকবেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।


আরো সংবাদ



premium cement