০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


দমন তৎপরতায় শ্রমিক অসন্তোষ বাড়তে পারে

বিক্ষোভের সময় শ্রমিকদের উপর পুলিশের অ্যাকশন। ১৪ জানুয়ারির ছবি - নয়া দিগন্ত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের বিরুদ্ধে পাইকারি হারে মামলা, গ্রেফতার ও শ্রমিক ছাঁটাই বন্ধ করতে গার্মেন্টস মালিক ও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন,দমন ও নিপীড়নমূলক এসব তৎপরতা গার্মেন্টস কারখানায় শ্রমিক অসন্তোষ আরো বাড়িয়ে দিতে পারে।

শুক্রবার সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভায় এসব কথা বলেন তিনি। সংগঠনের সভাপতি মোজাফজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক আবু হাসান টিপু, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, সংগঠনের সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, মো. ইলিয়াস, মোজাম্মেল হক, রাশিদা বেগম, রোকসানা বেগম, আইউব আলী, আঙ্গুর মিয়া প্রমুখ।

তিনি আরো বলেন, মজুরীর ক্ষেত্রে বঞ্চিত ও প্রতারিত হয়ে শ্রমিকেরা কাজে ফিরে যাবার পরও গার্মেন্টস শ্রমিকদেরকে ভয় আর চরম আতঙ্কের মধ্যে রাখা হয়েছে। আশুলিয়া আর সাভারে শ্রমিকদের বিরুদ্ধে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে। শত শত গার্মেন্টস শ্রমিক ও শ্রমিক সংগঠকদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। গ্রেফতারকৃত শ্রমিক সংগঠকদেরকে এখনো মুক্তি দেয়া হয়নি। তিনি নির্যাতন-নিপীড়নের পথ পরিহার করে গার্মেন্টস কারখানায় স্থিতিশীলতা নিশ্চিত করতে গণতান্ত্রিক শ্রম আইন প্রবর্তনেরও আহ্বান জানান। একই সাথে তিনি গার্মেন্টস শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে হয়রানিমূলক সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং গার্মেন্টস শ্রমিকদের বাঁচার উপযুক্ত মজুরী কাঠামো ঘোষণারও আহ্বান জানান। সভার এক প্রস্তাবে সাভারে গার্মেন্টস শ্রমিক সুমন মিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও উপযুক্ত বিচার দাবি করা হয়।


আরো সংবাদ



premium cement
ট্রাকচাপায় প্রাইভেটকারের ৫ জন নিহত মিল্টন সমাদ্দার গ্রেফতার, উজিরপুরে মিষ্টি বিতরণ গাছ লাগানোর উপযুক্ত সময়, স্থান ও প্রজাতি যশোরের শার্শায় বোরো ধানের বাম্পার ফলন যুদ্ধের খবর সংগ্রহের পাশাপাশি বিবিসির গাজা প্রতিনিধির টিকে থাকার লড়াই রাশিয়া রাসায়নিক অস্ত্র ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করেছে : যুক্তরাষ্ট্র চীনা অ্যাপ টিকটক নিষিদ্ধ করার পক্ষে ৫০ ভাগ আমেরিকান রাজবাড়ীতে মালবাহী ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ রাফায় হামলার ব্যাপারে ইসরাইলকে হুঁশিয়ারি হামাসের স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে নৌকাডুবি, ৫০ শরণার্থীর মৃত্যুর ‌শঙ্কা ফিলিপাইনে খরায় জলাধার শুকিয়ে জেগে উঠেছে ৩০০ বছর আগের নগর

সকল