৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


হীরায় মোড়ানো বিমান!

ভাইরাল হওয়া সেই ছবি, - সংগৃহীত

এটাও কি সম্ভব! পুরো একটি বিমান হীরা দিয়ে মোড়ানো! ছবিটি ইনটারনেটে ছড়িয়ে পড়ার পর হতবাক হয়েছেন সবাই। সত্যি-মিথ্যা যাচাই না করেই ছবিটি বিদ্যুৎ বেগে শেয়ার হতে থাকে। ফলাফল ছবিটি ভাইরাল হয়ে যায়। কিন্তু চোখের সামনে যা ভেসে উঠছে তা আদৌ সত্যি তো? নাকি নেপথ্যে রয়েছে প্রযুক্তির কারুকার্য?

শুনুন আসল ঘটনা।

এমিরেটস বিমান সংস্থার একটি বিমান হীরা দিয়ে ঢাকা, যা দাঁড়িয়ে রয়েছে রানওয়েতে। দেখে মনে হচ্ছে উড়ানের জন্য তৈরি হচ্ছে এয়ারক্রাফ্টটি। আর ছবিটি দেখেই সবাই ভাবতে শুরু করে- এমিরেটস হয়তো প্রথমবার হীরেয় মোড়া বিমান তৈরি করে ফেলেছে।

তবে নেটিজেনদের সব জল্পনা ও ধোঁয়াশা দূর করে বিমান সংস্থার পক্ষ থেকে টুইট করে জানিয়ে দেয়া হয়, এটি শুধুই একটি ছবি। বাস্তবে এমন কোনো বিমানের অস্তিত্ব নেই। এমিরেটস ‘ব্লিং’ ৭৭৭ বিমানের এমন চোখ ধাঁধানো ছবিটি তৈরি করেছেন সারা শাকিল।

এর আগে গত ৪ ডিসেম্বর সারা নিজেও তার ইনস্টাগ্রামে ছবিটি পোস্ট করেছিলেন। যার ফলোয়ারের সংখ্যা প্রায় পাঁচ লাখ। ফলে এমন ছবি পোস্ট হতেই নেটিজেনদের মধ্যে সাড়া পড়ে যায়। এখনও পর্যন্ত ৫৪ হাজারেরও বেশি লাইক পেয়েছে সেটি। কৌতূহলের বশেই অনেকে তা শেয়ারও করেন। অনেকে আবার ছবিটি পোস্ট করে সত্যিটাও জানতে চেয়েছেন, এই বিমান কি আদৌ আকাশে উড়তে পারবে?

আর এসব আলোচনার মধ্যে দিয়েই এমিরেটসের কাছে পৌঁছে যায় সেই মন ভাল করা ছবি। তারাও লোভ সামলাতে না পেরে ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। তবে সাথে সত্যিটাও প্রত্যেককে জানিয়ে দেয়। কম্পিউটার ও প্রযুক্তির সাহায্যেই এমন অনবদ্য কাজ করেছেন সারা বলে জানায় এমিরেটস। তবে সত্যিটা সামনে আসার পর কিন্তু সারার হাতের কাজের প্রশংসাই করছেন সবাই।


আরো সংবাদ



premium cement