১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


রিটার্নিং অফিসার কতৃক মনোনয়নপত্র না নেয়ায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

রিটার্নিং অফিসার কতৃক মনোনয়নপত্র না নেয়ায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ - ফাইল ছবি

রংপুর জেলা প্রশাসক ও রিটানিং অফিসার কর্তৃক জাতীয় সংসদের আসন নং ২৩, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের জন্য ২০ দলীয় জোট কর্তৃক মনোনীত জাতীয় সংসদ সদস্য পদ প্রার্থী মোঃ গোলাম রব্বানীর মনোনয়ন পত্র গ্রহণ না করার ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান।

২৯ নভেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, “বাংলাদেশের সংবিধান ও গণপ্রতিনিধি আদেশ ১৯৭২ অনুযায়ী বাংলাদেশের যে কোন ভোটার নাগরিক জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রাখেন। প্রার্থী হওয়ার যোগ্য কোন ব্যক্তি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন পত্র দাখিল করতে চাইলে তা গ্রহণ না করার কোনো এখতিয়ার প্রজাতন্ত্রের কোন কর্মকর্তাকে বাংলাদেশের সংবিধান ও আইন দেয়নি।

জাতীয় সংসদের আসন নং ২৩, রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে ২০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মোঃ গোলাম রব্বানীর মনোনয়ন পত্র জমা দেয়ার জন্য তার প্রতিনিধি এড: বায়েজীদ ওসমানীর নেতৃত্বে কয়েকজন আইনজীবী ২৮ নভেম্বর দুপুর ২টায় রিটার্নিং অফিসার রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হলে তাদেরকে নানা অজুহাত দেখিয়ে দীর্ঘক্ষণ বসিয়ে রেখে সময় ক্ষেপণ করতে থাকে। পরবর্তীতে ডিসি, এসপি, সদর থানার ওসি ও রিটার্নিং কর্মকর্তারা মিলে গোপন বৈঠক করে, কোন কারণ ছাড়াই উর্ধ্বতন কর্মকর্তার নিষেধ আছে বলে, তারা মোঃ গোলাম রব্বানীর নমিনেশন পেপার জমা নেয়নি। তার মনোনয়ন পত্র গ্রহণ না করে রিটার্নিং অফিসার তার দায়িত্ব ও কর্তব্যের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করেছেন। শুধু তাই নয় তিনি আইন ও সংবিধানের প্রতিও অবজ্ঞা প্রদর্শন করেছেন। আমরা তারএই ভূমিকার নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করছি। মোঃ গোলাম রব্বানী তার মনোনয়ন পত্র গ্রহণ করার জন্য প্রধান নির্বাচন কমিশনারের নিকট লিখিতভাবে আবেদন করেছেন।

আমরা আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার মনোনয়ন পত্র গ্রহণ করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিবেন।”


আরো সংবাদ



premium cement
এক বছর পর দাউদকান্দিতে ড. মোশাররফ গোপালগঞ্জ বশেমুরবিপ্রবিতে সুষ্ঠুভাবে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন রাজধানীতে আ’লীগের শান্তি সমাবেশ আজ কুয়াকাটা সৈকতে সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নান সরকারি হাসপাতালে অবৈধ ক্যান্টিন ও ওষুধের দোকান বন্ধের নির্দেশ ভোটের অধিকার কেড়ে নিয়ে আ’লীগ জনগণকে নাগরিক হিসেবে বাতিল করেছে : জোনায়েদ সাকি ইবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা টঙ্গী পর্যন্ত বর্ধিত হচ্ছে মেট্রোরেলের লাইন মালয়েশিয়ায় বিএমইটি কার্ডের নামে প্রতারণার ফাঁদ : সতর্ক করল দূতাবাস ফিলিস্তিনে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল আল মাহমুদপুত্র মীর তারিকের ইন্তেকাল

সকল