২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

জাতিসঙ্ঘে ইমরানের মূল আলোচ্য বিষয় কাশ্মির

-

জাতিসঙ্ঘের সাধারণ সভায় যোগ দিতে স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্কে পৌঁছেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি, অর্থনৈতিক উপদেষ্টা ড. আবদুল হাফিজ শেখ, প্রবাসী পাকিস্তানি বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জুলফিকার আব্বাস বুখারি এ সময় ইমরান খানের সাথে ছিলেন।
জাতিসঙ্ঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মালিহা লোধি বলেছেন, এবারের সাধারণ সভায় পাকিস্তানের মূল এজেন্ডা হচ্ছে কাশ্মির ইস্যু।
মঙ্গলবার থেকে বিশ্ব নেতৃবৃন্দ বসছে জাতিসঙ্ঘের সাধারণ সভায়। সংস্থাটির ৭৪তম বার্ষিক সভায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বিশ্বশান্তি ও নিরাপত্তার বিষয়টি। ইমরান খানের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই দফা বৈঠক হওয়ার কথা রয়েছে। এতে মূল আলোচ্য বিষয় হতে পারে কাশ্মির ইস্যু।
সৌদি আরবের ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমানের একটি বিশেষ বিমানে করেই যুক্তরাষ্ট্রে যান ইমরান খান।
দুনিয়া নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো ধরনের বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করতে ইমরান খানকে নিষেধ করেছেন ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান। ইমরান খানের যুক্তরাষ্ট্র সফরের আগেই নাকি সৌদি প্রিন্স তাকে বলেছেন, আপনি আমাদের বিশেষ অতিথি। আপনি যুক্তরাষ্ট্রে যাবেন আমার বিশেষ বিমানে।
গত ৫ আগস্ট ভারত সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে কাশ্মিরের ওপর থেকে বিশেষ মর্যাদা তুলে নেয়। তারপর থেকেই পাকিস্তান ও ভারতের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। ভারতের এমন পদক্ষেপের প্রতিবাদ করে আসছে পাকিস্তান। তবে ভারত বরাবরই বলে আসছে যে, কাশ্মির ইস্যু ভারতের অভ্যন্তরীণ বিষয়।

 


আরো সংবাদ



premium cement