০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


কারবালায় বাসে বোমা হামলা নিহত ১২

-

ইরাকের পবিত্র নগরী কারবালায় একটি বাসে বোমা হামলার ঘটনায় অন্তত ১২ জন নিহত ও আরো বেশ কিছু মানুষ আহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গত শুক্রবার রাতে এই হামলার ঘটনা ঘটে।
বাসের মধ্যে বিস্ফোরক রাখা হয়েছিল। তার মাধ্যমেই হামলা চালানো হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, শহরের উত্তর দিক দিয়ে ঢুকে এই সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। হামলার পর পুরো বাস এবং আশপাশে থাকা কিছু বাহনেও আগুন লাগে। পুলিশ বলছে, হামলার ঘটনায় আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত ওই হামলার দায় কোনো সন্ত্রাসীগোষ্ঠী স্বীকার করেনি। শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, একটি বাসে বিস্ফোরণের ঘটনায় ১২ জন নিহত ও পাঁচজন আহত হওয়ার খবর পেয়েছে তারা।
সাম্প্রতিক বছরগুলোতে শিয়াদের লক্ষ্য করে এ রকম হামলার ঘটনা খুব একটা হয়নি। বিশেষ করে ২০১৭ সালে দায়েশ বা আইএস ইরাকের দক্ষিণাঞ্চলীয় ওই এলাকার নিয়ন্ত্রণ হারানোর পর। তবে দায়েশ নিয়মিত হামলা চালিয়ে আসছে। বিশেষ করে নিরাপত্তাবাহিনীর ওপর হামলা চালায় তারা। সেসব হামলা হয় মূলত দেশটির উত্তরাঞ্চলে। তবে এই হামলা নিয়ে এখনো কিছু জানায়নি গোষ্ঠীটি।


আরো সংবাদ



premium cement
নারী কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ : যা বললেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল মিয়ানমারের পুরুষদের বিদেশে কাজের আবেদন নিষিদ্ধ করল জান্তা সরকার তানজিদ-সাইফুদ্দীনকে নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ৭ জন আটক ইসরাইলবিরোধী পোস্টের দায়ে নাগরিকদের আটক করছে সৌদি পোরশায় পুলিশ সুপারের বাড়িতে চুরি প্রকৃতিকে প্রতিনিয়ত ধ্বংস করছে সরকারি দলের লুটেরা-ভূমিদস্যুরা : রিজভী টিএইচই এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে দেশে ২য় বাকৃবি সৌদি-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের দ্বারপ্রান্তে : যুক্তরাষ্ট্র হাটহাজারী উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন আবুল বাশার ‘এতে মজা আছে নাকি, সবাই একদল আমরা’

সকল