০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


ভারত-পাকিস্তানের সম্পর্ক ভালো হলে চমৎকার হতো : ট্রাম্প

-

কাশ্মিরের পুলওয়ামার আত্মঘাতী হামলায় দুঃখ প্রকাশ করে পাকিস্তান ও ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হলে ‘চমৎকার’ হতো বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউজের ওভাল দফতরে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)। পুলওয়ামার হামলার ঘটনাকে ‘ভয়াবহ পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করেছেন তিনি।
ট্রাম্প বলেছেন, ‘আমি দেখেছি। এ বিষয়ে বহু খবর পেয়েছি। আমরা উপযুক্ত সময়ে এ বিষয়ে মন্তব্য করব। তারা (ভারত ও পাকিস্তান) মিলেমিশে থাকলে চমৎকার হতো। ‘ওই (পুলওয়ামার হামলা) পরিস্থিতি ভয়াবহ ছিল। আমরা প্রতিবেদন পাচ্ছি। (এ বিষয়ে) একটি বিবৃতি দিবো আমরা।’ গত বৃহস্পতিবারের ওই হামলায় ভারতের আধাসামরিক বাহিনীর ৪৪ জওয়ান নিহত হন। পাকিস্তানভিত্তিক গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ হামলার দায় স্বীকার করেছে। এই হামলাকে কেন্দ্র করে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। ভারতের অভিযোগ এই হামলার পেছনে পাকিস্তানের হাত আছে। অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। এ ঘটনার জেরে ভারত হামলা চালালে পাল্টা হামলা চালানো হবে বলে হুঁশিয়ার করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পুলওয়ামা হামলার পরপরই মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এক বিবৃতি দিয়ে ভারতের আত্মরক্ষার অধিকারের প্রতি সমর্থন জানান।

 


আরো সংবাদ



premium cement