২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মার্চে ইইউ না-ও ছাড়তে পারে যুক্তরাজ্য

-

যুক্তরাজ্য ব্রেক্সিটে দেরি করতে পারে এবং মার্চে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নাও ছাড়তে পারে বলে জানিয়েছেন ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট জোসে ম্যানুয়েল বরোসো। সে ক্ষেত্রে বিচ্ছেদের বিষয়টি আরো বিস্তারিতভাবে খতিয়ে দেখতে ইইউ সময় বাড়ানোর অনুরোধ মেনেও নিতে পারে বলে জানান তিনি।
ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার নির্ধারিত সময়সীমা আগামী ২৯ মার্চ। কিন্তু এখনো ব্রেক্সিট চুক্তির কিছু বিষয় নিয়ে কোনো সুরাহা হয়নি। এ পরিস্থিতিতে ব্রেক্সিট কখন হতে পারে বলে মনে করেনÑ স্কাই নিউজের এমন এক প্রশ্নের জবাবেই বরোসো এ প্রক্রিয়ায় বিলম্বের ওই সম্ভাবনার কথা জানান। তিনি বলেন, ‘আমার মনে হয় ব্রেক্সিট এ বছর মার্চে না হওয়ার সম্ভাবনাই বেশি। আমাদের আরো প্রস্তুতি দরকার।’ বরোসো আরো বলেন, ‘বাস্তবিক দৃষ্টিকোণ থেকে এখন একটি ইতিবাচক চুক্তি যদি হয়েও যায়, তাও এটি পরিষ্কার যে, সবকিছু এখনো প্রস্তুত হয়নি। তাই আমি মনে করি এ মুহূর্তে সময় বাড়ানোটাই ঠিক হবে। আর যুক্তরাজ্য আর্টিকেল ৫০-এর সময় বাড়াতে চাইলে আমরা স্বাভাবিকভাবেই তা মেনে নেব।’


আরো সংবাদ



premium cement