২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

সৌদির পর তুরস্কে এরদোগানের সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

-

সৌদি সাংবাদিক জামাল খাশোগির নিখোঁজ হওয়া নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের সাথে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সৌদি বাদশাহ ও যুবরাজের সাথে বৈঠকের পর তুরস্ক সফরে যান তিনি।
গত মঙ্গলবার রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানে সাথে বৈঠক করেন পম্পেও। সৌদি যুবরাজ সাংবাদিক নিখোঁজে সংশ্লিষ্টতার অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন বলে জানিয়েছেন পম্পেও।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মওলুদ কাভুসওগলু বলেছেন, পম্পেওর সাথে এরদোগানের বৈঠক ‘ফলপ্রসূ হয়েছে’। তিনি আরো জানিয়েছেন, সাংবাদিক খাশোগির নিখোঁজ হওয়ার ঘটনায় সৌদি কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করতে পারে তুরস্ক। সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী কুদরেত ওজেরসায়ের সাথে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনের মওলুদ বলেন, ‘এটা প্রধান প্রসিকিউটর দফতরের সিদ্ধান্ত যে, কাকে জিজ্ঞাসাবাদ করা হবে। দরকার হলে প্রসিকিউটররা এই ঘটনার সাীকে (কনস্যুলেটের যেকোনো সৌদি কর্মকর্তা) জিজ্ঞাসাবাদ করতে পারে।’
বুধবার আঙ্কারায় পম্পেওর এ বৈঠক চলার মধ্যেই তুরস্কের গণমাধ্যমগুলোতে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাশোগি খুন হওয়ার নতুন অভিযোগ উঠেছে। তাকে হত্যার অডিও রেকর্ডিং শোনারও দাবি করেছে একটি পত্রিকা। তুরস্কের সরকারপন্থী পত্রিকা ‘ইয়েনি সাফাক’ কনস্যুলেটের ভেতরে খাশোগিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলেছে। তুর্কি পত্রিকা ইয়েনি সাফাক পত্রিকা জানিয়েছে, তারা একটি অডিও রেকর্ডিংয়ে সৌদি কনসালকে বলতে শুনেছে, ‘বাইরে গিয়ে এটা করুন। আপনারা আমাকে বিপদে ফেলে দিচ্ছেন।’ জানা গেছে, গতকালই তুর্কি তদন্তকারীরা সৌদি আরবের কনসাল জেনারেলের বাসভবনে তল্লাশি শুরু করেছেন।
‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকার খবরে বলা হয়েছে, তুরস্ক কর্তৃপ খাশোগির অন্তর্ধানের ঘটনায় জড়িত যে ১৫ জনকে চিহ্নিত করেছে, তাদের মধ্যে চারজনের সাথে সৌদি যুবরাজ এবং দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার ঘনিষ্ঠতা আছে। নিখোঁজ সাংবাদিক জামাল খাশোগির সাথে কী ঘটেছে, তা জানার কথা অস্বীকার করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুবরাজের ফোন পাওয়ার পর এক টুইটার বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা জানিয়েছেন। একই সাথে বার্তা সংস্থা এপিকে দেয়া এক সাাৎকারে তিনি সৌদি আরবকে দোষারোপ করার সমালোচনা করেছেন। তার মতে, সৌদি আরবকে দোষারোপ করা অনেকটা ‘নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত দোষী’ মতবাদের মতো। খাশোগির নিখোঁজ হওয়া নিয়ে ঘনিষ্ঠ মিত্রদের চাপের মুখে রয়েছে সৌদি আরব।

গত মঙ্গলবার জি-৭ গ্রুপের পররাষ্ট্রমন্ত্রীদের প থেকে এই বিষয়ে স্বচ্ছ তদন্ত পরিচালনার জন্য রিয়াদকে আহ্বান জানিয়েছে। তা ছাড়া সৌদি আরবে বিনিয়োগ সম্মেলনে যেতে অনীহা প্রকাশ করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রধান ক্রিস্টিয়ান লগার্দে। আগামী সপ্তাহে রিয়াদে আয়োজিত ওই বিনিয়োগ সম্মেলনে যেতে এরই মধ্যে অনাগ্রহ দেখিয়েছে বহু শীর্ষ প্রতিষ্ঠান।২


আরো সংবাদ



premium cement
ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল পূর্ব আফ্রিকায় প্রবল বৃষ্টি ও বন্যা, কমপক্ষে ১৫৫ জনের প্রাণহানি সাংবাদিকদের বিরুদ্ধে প্রশ্নবিদ্ধ তথ্য প্রচারের নিন্দা ডিআরইউর ভয়াবহ দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন উগ্র ইসরাইলি মন্ত্রী শেরে বাংলার সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন হাত কাটা বন্দীর নেতানিয়াহুর সমালোচনা ইসরাইলের আলটিমেটাম, যা বলল হামাস রাশিয়ার প্রতি চীনের সমর্থনের বিরুদ্ধে ব্লিংকেনের হুঁশিয়ারি ইতিহাস গড়া জয় পেল পাঞ্জাব শিরোপার আরো কাছে রিয়াল মাদ্রিদ গাজানীতির প্রতিবাদে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের পদত্যাগ

সকল