০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫
`


নতুন ২৫ অভিযোগ নাজিবের বিরুদ্ধে

-

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে নতুন করে রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ১এমডিবি সংশ্লিষ্ট আরো ২৫টি অভিযোগ মোকাবেলা করতে হতে পারে। গতকাল বৃহস্পতিবার পুলিশ এ কথা জানিয়েছে।
মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) ১এমডিবি সম্পর্কিত মামলায় বুধবার আবারো নাজিবকে গ্রেফতার করে। তারা জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার নাজিবকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নাজিবকে আদালতের সামনে হাজির করে।
এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, বিভিন্নভাবে ৬৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার হাতিয়ে নেয়া সংক্রান্ত ২১টি মামলা প্রস্তুত করা হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নাজিবের ব্যক্তিগত অ্যাকাউন্টে এ বিশাল অঙ্কের অর্থ জমা হয়। এসবের মধ্যে ঘুষ গ্রহণ, অর্থ আত্মসাৎ ও পাচারের মামলা রয়েছে। এ দিকে নাজিব কোনো দোষ করার কথা অস্বীকার করে জোর দিয়ে বলেছেন, এ অর্থ ছিল মধ্যপ্রাচ্য থেকে আসা বৈধ রাজনৈতিক অনুদান।


আরো সংবাদ



premium cement