০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


ঈদুল আজহায় ফের অস্ত্রবিরতির ভাবনা তালেবানের

-

সাম্প্রতিক দিনগুলোতে আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় শহর গজনিতে তীব্র লড়াই সত্ত্বেও আগামী সপ্তাহে ঈদুল আজহার সময়ে অস্ত্রবিরতির ঘোষণা দেয়ার কথা ভাবছে তালেবান। এ বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হলেও শীর্ষ নেতারা অস্ত্রবিরতির বিষয়ে আলোচনা করতে পারেন বলে জানিয়েছেন আফগান তালেবানের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা।
তাদের সাথে সুসম্পর্ক থাকা বেশ কয়েকটি মুসলিম দেশ ও গোষ্ঠী অস্ত্রবিরতিতে রাজি হতে চাপ দিচ্ছে বলেও জানিয়েছেন তালেবান নেতারা। তালেবান রাজি হলে গজনি প্রদেশেও অস্ত্রবিরতির ঘোষণা আসতে পারে। আফগানিস্তানের দণি-পূর্বাঞ্চলীয় এ প্রদেশটির রাজধানীর আশপাশের বেশির ভাগ জেলার নিয়ন্ত্রণ তাদের হাতে বলে দাবি করছে তালেবান।
গজনির সাম্প্রতিক লড়াইয়ে হাজার হাজার হতাহতের মধ্যেই তালেবানদের এ চিন্তা ফের আরেকটি ঈদকে ঘিরে অস্ত্রবিরতির সম্ভাবনাকে উজ্জ্বল করে তুলেছে বলে মনে করছেন পর্যবেকরা।
এর আগে জুনে ঈদুল ফিতরে তিন দিনের অস্ত্রবিরতিতে সম্মত হয়েছিল আফগান সরকার ও তালেবান, যাকে ২০১৫ সালে দুই পরে মধ্যে শান্তি আলোচনা ভেঙে যাওয়ার পর প্রথম কোনো কার্যকর অগ্রগতি হিসেবে দেখা হয়েছিল। কোরবানির ঈদে অস্ত্রবিরতির প্রস্তাব দেয়ার কথা ভাবা হচ্ছে বলে গত মাসে আফগান সরকারও জানিয়েছিল। আগামী সপ্তাহে ঈদের ছুটি শুরু হতে যাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত আশরাফ গনির সরকার এ বিষয়ে কোনো প্রস্তাব দেয়নি, তালেবানের প থেকেও কিছু জানানো হয়নি।
সেনা ক্যাম্পে তালেবান হামলায় ৪৫ সৈন্য নিহত
এ দিকে আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশে মঙ্গলবার গভীর রাতে তালেবান যোদ্ধারা সেনাবাহিনীর একটি শিবিরে হামলা চালায়। এতে আফগান নিরাপত্তা বাহিনীর ৪৫ সৈন্য নিহত হয়েছে। বুধবার স্থানীয় গণমাধ্যম তুলু নিউজ টিভি এ কথা জানিয়েছে। একজন প্রাদেশিক নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, মাঝরাতে কয়েক শ’ তালেবান সদস্য অতর্কিত আল্লাহুদ্দিন শিবিরে হামলা চালায়। শিবিরটি কাবুল থেকে ১৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত ওই প্রদেশের বাগলান-ই-মারকাজি জেলায় অবস্থিত। খবরে আরো বলা হয়, এই ঘটনায় নিহতদের মধ্যে ৩৫ সেনা সদস্য এবং ১০ জন আগফান স্থানীয় পুলিশ।

 


আরো সংবাদ



premium cement
বঙ্গোপসাগরে লবণবাহী ট্রলার ডুবি : ২৬ জেলেকে জীবিত উদ্ধার গ্রাহকের অজান্তে টাকা কেটে নিলে কঠোর ব্যবস্থা : পলক যেসব পরামর্শ দিয়ে বাংলাদেশকে ১.১৫ বিলিয়ন ডলার ঋণ দিলো আইএমএফ পিরোজপুরের ৩ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন যারা গাজীপুরে কলেজছাত্র খুনের ঘটনায় মূল হোতাসহ গ্রেফতার ২ এভারকেয়ার হসপিটাল ঢাকায় ওয়ার্ল্ড হ্যান্ড হাইজিন ডে পালিত সম্ভাব্য নিষেধাজ্ঞা ঠেকাতে মার্কিন সরকারের বিরুদ্ধে টিকটকের মামলা ফোনে লাদেনের ছবি, আইএসআইএসের পতাকা থাকা মানেই উগ্রবাদী নয় : দিল্লির হাইকোর্ট কুমিল্লার ৩ উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা বিজয়ী ‘কাচ্চি ভাই’ রেস্টুরেন্টের মালিক সোহেল গ্রেফতার কাউখালীতে চেয়ারম্যান সামশু, ভাইস চেয়ারম্যান নিংবাইউ

সকল