০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


মিসরে ব্রাদারহুড প্রধানসহ পাঁচজনের যাবজ্জীবন

-

মিসরের মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ বাদিসহ দলটির আরো পাঁচ নেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দেশটির আদালত সূত্র জানায়, পাঁচ বছর আগে বিক্ষোভে সহিংসতা ও হত্যায় উসকানি দেয়ার অভিযোগে রোববার তাদের এ সাজা দেয়া হয়েছে।
মিসরে নিষিদ্ধ দলটির শীর্ষনেতা বাদিসহ আরো কয়েকজনের বিচার ও পুনর্বিচারের সর্বশেষ সাজা হলো এটি। মিসরের ইতিহাসে প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী। গিজা অপরাধ আদালত মোহাম্মদ বাদিসহ বেশ কয়েকজনের সাজা ঘোষণা করেছেন। তাদের মধ্যে দলটির মুখপাত্র এসাম আল এরিয়ান ও সিনিয়র নেতা মোহাম্মদ এল-বেলতাজিও রয়েছেন। মিসরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানিয়েছে, আরেক বিবাদিকে ১৫ বছর ও তিনজনকে ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

 


আরো সংবাদ



premium cement