০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


বিটিএমএর সংবাদ সম্মেলন

সুতার ওপর ভ্যাট প্রত্যাহার দাবি

-

সুতার ওপর ভ্যাট প্রত্যাহার চেয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনটি বলেছে বস্ত্রখাতের ওপর প্রস্তাবিত ভ্যাট হার বাস্তবায়ন হলে প্রতি কেজি সুতায় অন্তত ২৪ টাকা ভ্যাট দিতে হবে। এতে দেশি সুতার উৎপাদন ব্যয় বাড়বে। এ সুযোগে স্থানীয় সুতার বাজার আমদানি নির্ভর হয়ে পড়বে।
গতকাল বুধবার প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেছে বিটিএমএ। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন। এ সময় বিটিএমএ নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।
আগামী অর্থবছরের বাজেটে বস্ত্রখাতের প্রধান কাঁচামাল সুতা উৎপাদনে ৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। এ প্রস্তাবের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে গতকাল বিটিএমএ সভাপতি বলেন, এ প্রস্তাব বাস্তবায়ন করা হলে কেজি প্রতি সুতায় অন্তত ২৪ টাকা ভ্যাট দিতে হবে। এত বেশি মূল্য দিয়ে কোনো কাপড়ের কল বা তাঁতি স্থানীয় সুতা কিনতে রাজি হবে না। এতে মিলগুলোতে অবিক্রীত সুতার স্তূপ বাড়বে। দীর্ঘ দিন ধরে বৈধ-অবৈধ পথে আসা বিদেশি সুতা-কাপড়ের কাছে মার খাওয়া দেশী বস্ত্র খাত এবার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কার মুখে পড়বে।
ইতোমধ্যে বাজেট প্রস্তাবে বস্ত্র খাতের বেশ কয়েকটি জটিলতা সৃষ্টির কথা উল্লেখ করে বিটিএমএ সভাপতি বলেন, বাজেট বক্তৃতায় বস্ত্র খাতের মেশিনারিজ, যন্ত্রাংশ ও কিছু কিছু কাঁচামালের ওপর ৫ শতাংশ হারে অগ্রিম আয়করের প্রস্তাব করার পর ইতোমধ্যে শুল্কায়ন জটিলতা শুরু হয়ে গেছে। বিভিন্ন মিলের আমদানি করা মেশিনারিজ, যন্ত্রাংশ ও কাঁচামাল শুল্কায়ন জটিলতায় বন্দরে পড়ে আছে। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে মিলগুলোর। এ জন্য এ খাতের ওপর প্রস্তাবিত ৫ শতাংশ কর হার প্রত্যাহার করার দাবি জানান তিনি।
বিটিএমএ সভাপতি বলেন, গত এক বছরের বেশি সময় ধরে স্পিনিং মিলগুলো কঠিন সময় পার করছে। তুলার দর ওঠানামা এবং মিথ্যা তথ্য দিয়ে সুতা, কাপড় ও ড্রেস মেটারিয়াল আমদানির কারণে উৎপাদন খরচের তুলনায় ২০-৩০ সেন্ট কম দরে কাপড় বিক্রি করতে বাধ্য হচ্ছে মিলগুলো। এ কারণে ক্রমাগত লোকসানের কারণে মিলগুলো অস্তিত্ব সঙ্কটে আছে। এ অবস্থায় বস্ত্র ও পোশাক খাতের গুরুত্বপূর্ণ কাঁচামাল সুতাকে ভ্যাটের বহির্ভূত রাখার অনুরোধ জানান তিনি।


আরো সংবাদ



premium cement
সুন্দরবনে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শায়েস্তাগঞ্জে সাবেক সেনা সদস্য ট্রাকচাপায় নিহত ইসরাইল-গাজা যুদ্ধবিরতি আলোচনা নিয়ে কায়রোতে জোরদার প্রচেষ্টা ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২৫ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী আটক গাজীপুরে তুলার গুদামে আগুন স্টপেজের দাবিতে ফরিদপুরে প্রথম দিনই ট্রেনের গতিরোধ সন্দেশখালির ধর্ষণের অভিযোগ সাজানো, বিজেপি নেতার ভিডিওতে তোলপাড় খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ এ জে মোহাম্মদ আলীর সম্মানে সুপ্রিম কোর্টের বিচারকাজ বন্ধ ঘোষণা অনির্দিষ্টকালের জন্য সারাদেশে কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা

সকল