২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ছাত্র জমিয়ত বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত

-

ছাত্র জমিয়ত বাংলাদেশের উদ্যোগে গতকাল রাজধানীর পুরানা পল্টনের একটি রেস্টুরেন্টে ‘বদর দিবসের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন নেতৃবৃন্দের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা, জমিয়তে ওলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন সময়ের প্রয়োজনে ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। ভেদাভেদ ভুলে উদার মানসিকতা নিয়ে সব ছাত্র সংগঠনকে এক প্লাটফর্মে ঐক্যবদ্ধ হতে হবে। সাম্প্রতিককালে ছাত্র রাজনীতিতে যে দেউলিয়াত্ব, কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসজুড়ে যে অসভ্যতার নগ্ন আস্ফালন তা বন্ধ করতে হলে আদর্শিক কুরআনি শিক্ষার ধারা চালু করার কোনো বিকল্প নেই। সংগঠনের সাধারণ সম্পাদক হুজাইফা ইবনে ওমরের পরিচালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে ওলাময়ে ইসলাম বাংলাদেশের সহসাংগঠনিক সম্পাক মুফতি নাসিরুদ্দিন খান, প্রচার সম্পাদক মাওলানা যাইনুল আবেদীন, সাহিত্য সম্পাদক ফয়জুল হাসান খাদেমানী, নির্বাহী সদস্য গোলাম মাওলা, শরীফুল ইসলাম, জমিয়ত ওলামায়ে ইসলাম ঢাকা মহানগরের যুগ্ম সম্পাদক শরীফ মোহাম্মদ ইয়াহইয়া, যুব জমিয়ত বাংলাদেশের সহসভাপতি হাফেজ বোরহান উদ্দিন। বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেনÑ জাতীয়তাবাদী ছাত্রদলের আব্দুস সাত্তার পাটোয়ারি, ইসলামী ছাত্র খেলাফতের ইলিয়াস আহমাদ, খেলাফত ছাত্র আন্দোলনের জাকির হুসাইন ও ইসলামী ছাত্রসমাজের আতিক মুজাহিদ। আরো উপস্থিত ছিলেন ইসলামী লেখক ফোরামের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, ইনসাফ টোয়েন্টিফোরের সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, ছাত্র জমিয়ত সহসভাপতি শাহাদাত হুসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement