২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

উন্নয়ন প্রকল্প যথাসময়ে বাস্তবায়নে সমন্বিত ব্যবস্থাপনা জোরদারের সুপারিশ সংসদীয় কমিটির

-

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পগুলো যথাসময়ে বাস্তবায়নের লক্ষ্যে সমন্বিত ব্যবস্থাপনা জোরদারের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটির প্রথম বৈঠকে নারী ও শিশুদের উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণের উপরও গুরুত্বারোপ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেগম মেহের আফরোজ চুমকি। বৈঠকে কমিটির সদস্য মো: মোজাম্মেল হোসেন, মো: শাহজাহান মিয়া, বেগম ফজিলাতুন নেছা, মো: আব্দুল আজিজ, বেগম শবনম জাহান, বেগম সালমা ইসলাম, বেগম লুৎফুন নেসা খান ও সৈয়দা রাশিদা বেগম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমিটি সূত্র জানায়, বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, মহিলা বিষয়ক অধিদফতর, জাতীয় মহিলা সংস্থা ও শিশু একাডেমির কার্যক্রম কমিটি সদস্যদের অবহিত করা হয়। সেখানে চলমান প্রকল্প ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।


আরো সংবাদ



premium cement