০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


শিশু আসামির পরিচয় ছবি প্রকাশ বন্ধে রিট

-

শিশু আসামির নাম, ঠিকানা, ছবি এবং তার পরিচয় প্রকাশ ও প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। শিশু আইন, ২০১৩-এর ২৮ ধারা অনুযায়ী শিশু অপরাধীর নাম, ঠিকানা, ছবি এবং তার পরিচয় সংবাদপত্র, ম্যাগাজিন এবং যেকোনো সংবাদ মাধ্যমে প্রচার-প্রকাশ বন্ধের নির্দেশ কেন দেয়া হবে না, জানাতে রুল জারির আর্জি রয়েছে রিটে।
গতকাল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী সৈয়দ সাইয়্যেদুল হক সুমন। আজ সোমবার রিট আবেদনটি বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রজিক আল জলিল সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় থাকতে পারে বলে তিনি জানান
রিটে বিবাদি করা হয়েছে আইন সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব, আইন, আদালত, মানবাধিকার ও সংবিধানবিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি, জাতীয় প্রেস কাবের সভাপতি, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান, ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদককে।
সাইয়্যেদুল হক সুমন জানান, শিশু অপরাধীদের নাম, ঠিকানা, ছবি বা পরিচিতি প্রকাশে কিছু নির্দেশনা রয়েছে। শিশু আইন, ২০১৩-এর ২৮ ধারা অনুযায়ী, ইচ্ছে করলেই কোনো সংবাদমাধ্যম বা কেউ শিশু অপরাধী বা বিচারের সাথে সংশ্লিষ্ট কোনো শিশুর নাম, ঠিকানা, ছবি, পরিচয় প্রচার বা প্রকাশ করতে পারবে না।
গত ৫ নভেম্বর ইংরেজি দৈনিক ডেইলি স্টার ‘বয় গেটস টেন ইয়ার্স ফর কিলিং কাসমেটস’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে শিশু অপরাধীর পরিচয় প্রকাশ করা হয়েছে; যা স্পষ্টত শিশু আইন, ২০১৩-এর ২৮ ধারার লঙ্ঘন।
শিশু আইন, ২০১৩-এর ‘শিশু-আদালতের কার্যক্রমের গোপনীয়তা’ শিরোনামে ২৮ ধারায় বলা হয়েছে, (১) শিশু আদালতে বিচারাধীন কিংবা কোনো মামলায় সাী-শিশুর ছবি বা এমন কোনো বর্ণনা, প্রিন্ট বা ইলেকট্রনিক মাধ্যম বা ইন্টারনেটে প্রকাশ বা প্রচার করা যাবে না যা সংশ্লিষ্ট শিশুকে শনাক্তকরণে প্রত্য বা পরোভাবে সাহায্য করে। একই ধারার (২) উপধারা (১) অনুযায়ী, যা কিছুই থাকুক না কেন, শিশুর ছবি, বর্ণনা, সংবাদে প্রকাশ করার েেত্র আদালতের অনুমতি নিতে হবে। শিশু আদালত যদি মনে করেন, সংবাদের শিশুর ছবি বা পরিচয় প্রকাশ করলে শিশুর স্বার্থের জন্য তিকর হবে না, তাহলে সংবাদ প্রকাশের অনুমতি দেবেন।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল