১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১, ০১ জিলকদ ১৪৪৫
`


সুজনের জন্য বাড়িয়ে দিন সাহায্যের হাত

অসুস্থ্য সুজন -

বাবুল আক্তার সুজন। এক সময় ফ্যাশন হাউজ 'রেক্স'-এর চিফ ডিজাইনার ছিলেন। চলতি বছরের মার্চ থেকে তিনি লিভার সিরোসিস রোগে আক্রান্ত। বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল-এর তত্ত্বাবধানে চিকিৎসা করাচ্ছেন। সুজন লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার পর থেকে শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে। সবশেষ তার লিভারে টিউমার বাসা বাধে। সেটাও জুলাই মাসে অপসারণ করা হয়েছে রাজধানীর ফারাবী হাসপাতালে। লিভার সিরোসিসের চিকিৎসা এবং টিউমার অপসারণ সব মিলিয়ে কয়েক লক্ষ টাকা খরচ করেছেন ৫০ বছর বয়েসী এই ব্যক্তি। এর পুরোটাই আত্মীয়-স্বজনের কাছ থেকে সাহায্য, কারো কাছ থেকে ধার এবং জমি বিক্রি করে চালিয়েছেন। এখন তিনি একদম নি:স্ব হয়ে গেছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছেন, বাবুল আক্তার সুজনের লিভার ৮ বার ডায়ালাইসিস করতে হবে। তাহলেই তিনি শতকরা প্রায় ৮৫ ভাগ সুস্থ হয়ে উঠতে পারেন। ডায়ালাইসিস করাতে খরচ হবে প্রায় ৪ লাখ টাকা আর সঙ্গে ঔষুধের খরচ তো আছেই। সব মিলিয়ে এখন প্রায় ৬ লাখ টাকা জোগাড় হলে তিনি চিকিৎসা করাতে পারবেন।

লিভার ডায়ালাইসিস করা হলে মহান আল্লাহ চাইলে তিনি হয়তো আরো কিছু বছর পৃথিবীতে বেঁচে থাকতে পারবেন। অসহায় এই মানুষটা প্রিয়তমা স্ত্রী, একমাত্র ছেলে (তেজগাঁ কলেজে এইচএসসিতে পড়ে), আর একমাত্র মেয়েকে (সাড়ে তিন বছর) নিয়ে রাজধানীর মালিবাগের চৌধুরী পাড়ায় ভাড়া বাসায় থেকে সামর্থবান আত্মীয়-স্বজনের সাহায্যে চলছে তার সংসার এবং চিকিৎসা।

তাই সবার কাছে অসহায় ও দরিদ্র মানুষটির জীবন বাঁচাতে সাহায্য চেয়েছেন। তাতে করে স্ত্রী, ছেলে ও একমাত্র আদরের কন্যাকে নিয়ে এই সুন্দর পৃথিবীতে হয়তো বেঁচে থাকতে পারবেন।

সুজনকে আর্থিক সাহায্য পাঠানোর ঠিকানা : তার ব্যক্তিগত মোবাইল নাম্বার ও বিকাশ নম্বর ০১৮৪৬২০৬৭৯৩ (পারসনাল), ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হলো, শাহানা আক্তার তানিয়া (বোন)। হিসাব নম্বর ২০৫০১৪৫০২০১৭৪৪৮০৩, ইসলামি ব্যাংক লিমিটেড, মৌচাক শাখা, ঢাকা।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশের জন্য মনোনীত মার্কিন বিশেষ রাষ্ট্রদূত মিল আগে যেসব দায়িত্ব পালন করেছেন বান্দরবানে কেএনএফের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন বম উজিরপুরে বিশ্বনবীকে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল তামিমের ব্যাটে বাংলাদেশের উড়ন্ত শুরু নাটোরে এক প্রার্থীর সমর্থককে মারপিট করায় অপর প্রার্থী গ্রেফতার বিশ্বকাপ দলে সুযোগ না পেয়ে অবসরে নিউজিল্যান্ডের ওপেনার কক্সবাজারে ৩ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ সরকারের জনসমর্থন শূন্যের কোঠায় : গয়েশ্বর চন্দ্র রায় দস্যুর দখলে লক্ষ্মীপুরের দ্বীপ চর মেঘা, বিপাকে দেড়শতাধিক কৃষক রেলপথ উন্নয়নে সমঝোতা স্মারক স্বাক্ষর করল চার দেশ একাদশে ৩ পরিবর্তন, টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ

সকল