২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

ইসরায়েলের সাথে সব চুক্তি বাতিল: মাহমুদ আব্বাস

- ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলছেন, ইসরায়েলের সাথে করা চুক্তিগুলো তারা আর মেনে চলবে না। জেরুজালেমের শহরতলীতে কিছু ফিলিস্তিনি বাড়িঘর ইসরায়েল ধ্বংস করার পর ফিলিস্তিনী কর্তৃপক্ষ এক জরুরি বৈঠক করে।

এরপরই মাহমুদ আব্বাস এই ঘোষণা করেন। ইসরায়েল দাবি করছে, এসব বাড়িঘর অবৈধভাবে নির্মাণ করা হয়েছিল।

গত ২৫ বছর ধরে ইসরায়েল এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের মধ্যে যেসব চুক্তি হয়েছে তাতে নিরাপত্তা সহযোগিতাসহ নানা ধরনের প্রশাসনিক ব্যবস্থাপনার বিষয় ছিল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের এই ঘোষণা নিয়ে ইসরায়েল এখনও কোন মন্তব্য করেনি।

মাহমুদ আব্বাস বলছেন, এই ঘোষণা বাস্তবায়নের জন্য তারা এখন একটি কমিটি গঠন করবেন। পশ্চিম তীরের বেশ কয়েকটি ফিলিস্তিনি বাড়িঘর ভেঙে দেয়ার পর ইসরায়েলি ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা অনেকগুন বেড়েছে।

ইসরায়েলের হাইকোর্ট এর আগে রায় দিয়েছে যে সীমান্তের কাঁটাতারের বেড়ার কাছে এই ভবনগুলো ইসরায়েলের নিরাপত্তার জন্য হুমকি। এই ঘটনায় ১৭ জন ফিলিস্তিনি গৃহহীন হয়েছেন।

আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের এই পদক্ষেপের কঠোর নিন্দা জানানো হয়েছে। বিবিসি বাংলা।


আরো সংবাদ



premium cement