২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

মানুষ না পশু?

-

শেষ পর্যন্ত ফেনীর সোনাগাজীর সেই লোমহর্ষক নুসরাত হত্যা মামলার রায় অতীত পেছনে ফেলে মাত্র সাত মাসের মধ্যেই প্রদান করা হলো। এতে নিসংশয়ে প্রতীয়মান হয়, রাষ্ট্র, প্রশাসন, বিচার বিভাগ আন্তরিক হলে সুশাসনের জন্য এমনটাই হতে বাধ্য, যা দেশবাসী আশা করে। এমন নজিরও এ দেশে আছে, দুই যুগ পরেও আদালতে ঝুলন্ত অবস্থায় আছে অনেক মামলা। দেশবাসী পরিবর্তন চায়। ফিরে আসি সোনাগাজীর খবরে। অত্যন্ত লজ্জার বিষয়, মুসলিম অধ্যুষিত দেশে একজন ইসলামী শিক্ষিত ও পদবিধারী, যে অতীব শ্রদ্ধাষ্পদ, তদুপরি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও বয়সে প্রৌঢ় এবং ছাত্রছাত্রীদের পিতৃতুল্য শিক্ষাগুরু, সেই ব্যক্তি কন্যাতুল্য ছাত্রীর কিভাবে শ্লীলতাহানি করতে পারল? আলেম সম্প্রদায়ের কলঙ্ক সেই লোকটা। ধিক! পশু প্রবৃত্তির এখানেই ইতি ঘটানো। কন্যাতুল্য সেই সম্ভ্রম হারা নিরপরাধ মেয়েটিকে, শুধু নিজেকে রক্ষার জন্য নিষ্ঠুরভাবে পুড়িয়ে মারার জন্য আরো পনেরোজন নারী পুরুষকে দিয়ে ভয়াবহতম অপরাধ করিয়ে নেয়া হলো। এতগুলো মানুষ এমন জঘন্য কাজে কিভাবে ঠাণ্ডা মাথায় অংশ নিতে পারে? এখন অপেক্ষার পালা, কোন দিন ওদের ফাঁসি কার্যকর হয়।
কাজী মো: গোলজার হোসেন
ইসলামপুর, পায়রাবন্দ, রংপুর


আরো সংবাদ



premium cement