২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলকদ ১৪৪৫
`

ডাক মাশুলের অত্যধিক বৃদ্ধি

-

আমরা যারা বিশ্বের বিভিন্ন দেশে চিঠিপত্র আদান প্রদান করি, প্রতি চিঠি প্রতি প্রথম ১০ গ্রামে ৩১ টাকা এবং পরবর্তী ১০ গ্রামে তাদের আরো সাত টাকা দিতে হতো। এটা ডাকটিকিটের মাধ্যমে দিতে হয়। দীর্ঘদিন ধরে এ নিয়ম চালু ছিল।
অথচ এবার জুলাই মাস থেকে সম্পূর্ণ অন্যায়ভাবে প্রথম ১০ গ্রামে যে চিঠি পাঠানো হতো, তার জন্য একেবারে ২০ গ্রামে দিতে হবে। যেখানে আগে ২০ গ্রামের চিঠির জন্য দিতে হতো ৩৭ টাকা, তা একলাফে ৬৫ টাকা করা হয়েছে। এটা সম্পূর্ণ অহেতুক এবং অত্যধিক মূল্য বৃদ্ধি। তাই, প্রথম ১০ গ্রামের নিয়ম আগের মতো চালু করা হোক। এ বিষয়ে ডাকবিভাগের আশু দৃষ্টি কামনা করি।
আবদুল্লাহ হারুন, রেলওয়ে কলোনি, ঢাকা


আরো সংবাদ



premium cement