২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

যশোরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বাষির্কীতে খালেদা জিয়ার মুক্তি দাবি

যশোরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বাষির্কীতে খালেদা জিয়ার মুক্তি দাবি - নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি ও আলোচনা সভার মাধ্যমে যশোরে স্বেচ্ছাসেবক দলের ৩৯তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত হয়েছে। সোমবার সকালে যশোর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের লালদিঘিস্থ দলীয় কার্যলয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশের সকল জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধভাবে বসবাসের চেতনা ধারণ করেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের সূচনা করেছিলেন উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপিকা নার্গিস বেগম বলেছেন, এই লক্ষ্য নিয়েই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতিষ্ঠা করে ছিলেন বহুদলীয় গণতন্ত্র। কিন্তু আওয়ামী লীগ অবৈধভাবে ক্ষমতা ধরে রাখতে দেশে বাকশালী শাসন কায়েম করেছে।

তিনি আরো বলেন, গুম-খুন, নির্যাতন-নিপীড়ন আর অপহরণের মাধ্যমে দেশে ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকার। বেগম খালেদা জিয়োকে অবৈধভাবে জেলে আটকে রাখা হয়েছে। এ থেকে মুক্তি পেতে সবাইতে ঐক্যবদ্ধ হতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ও অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল। এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য সবুর মণ্ডল, প্রফেসর গেলাম মোস্তফা, আব্দুস সালাম আজাদ, সিরাজুল ইসলাম, রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ, সদর উপজেলা বিএনপির সভাপতি নরুউন নবী, সাধারণ সম্পাদক কাজী আজম, সাবেক যুবনেতা এহসানুল হক মুন্না, মনিরুজ্জামান মাসুম, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নির্মল বীট, মিজানুর রহমান মিলন, বাবর আলী, সাইদ হোসেন হীরা, মাহমুদ হাসান চুন্নু, আজহারুল ইসলাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানা, যুগ্ম-সম্পাদক রেজানুল ইসলাম রিয়েল, রাজু আহমেদ, শেখ আসলাম, দপ্তর সম্পাদক সাইফুল বাশার সুজন, প্রচার সম্পাদক ইমরান হোসেন বনি, জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগর, সাধারণ সম্পাদক কামরুজাম্মান বাপ্পি, সদর থানা ছাত্রদলের সভাপতি তানভির রায়হান তুহিন প্রমুখ।

এর আগে সোমবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে দলের নেতাকর্মীরা সভাস্থালে সমাবেত হন।


আরো সংবাদ



premium cement
দেশের জন্য কাজ করতে আ’লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শনিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ ওলামা দলের আংশিক কমিটি ঘোষণা নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেফতার জুলাইয়ে ব্রাজিল সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার

সকল