২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

কালিগঞ্জে চেয়ারম্যান মোশাররফ হত্যায় চার আসামি রিমান্ডে

-

কালিগঞ্জের কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান ও জেলা জাতীয় পার্টির সহ-সাংগঠনিক সম্পাদক কেএম মোশাররফ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া চার আসামিকে দু’দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্যা পাওয়া গেছে বলে উল্লেখ করে মামলার তদন্ত কর্মকর্তা কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন জানান, চেয়ারম্যান মোশাররফ হোসেন হত্যা মামলার এজাহারনামীয় ১০ নং আসামি কৃষ্ণনগর গ্রামের চিত্ত ঘোষের ছেলে মন্টু ঘোষ (৩০), সন্দেহভাজন আসামি ফজের আলী গাজীর ছেলে ৫নং ওয়ার্ডের মেম্বর ও কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ফজলু গাজী (৪২), কালিকাপুর গ্রামের হাজির উদ্দীন বিশ^াসের ছেলে গ্রামপুলিশ (১নং ওয়ার্ড) রাজগুল বিশ^াস (৪০) ও কৃষ্ণনগর গ্রামের সুন্দর তরফদারের ছেলে আব্দুল হামিদকে (৩৫) গ্রেপ্তার করা হয়। হত্যাকান্ড সম্পর্কে আরও জিজ্ঞাসাবাদের জন্য সাতক্ষীরার বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন জানালে শুনানী শেষে বিজ্ঞ বিচারক ৪ আসামির প্রত্যেককে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে হত্যা মামলার এজাহারনামীয় ১৪ নং আসামি মানপুর গ্রামের মৃত মোক্তার বিশ^াসের ছেলে মোজাফফর বিশ^াস (৪০), কৃষ্ণনগর গ্রামের মৃত শৈলেন্দ্র মন্ডলের ছেলে রনজিত মন্ডল (৩৫), মামলার প্রধান আসামি ৩ নং ওয়ার্ড সদস্য আব্দুল জলিল গাইনের মামা শ্যামনগর উপজেলার কাশিমাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত এরফান ঢালীর ছেলে মিনারুল ইসলাম ওরফে খোকন (৪৩) হত্যকান্ডে জড়িত থাকার বিষয়ে স্বীকার করে সাতক্ষীরার আমলি আদালত-১ এর বিচারকের নিকট ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেছে।
মামলার তদন্ত কর্মকর্তা রাজিব হোসেন আরও জানান, চাঞ্চল্যকর এই মামলায় এ পর্যন্ত মোট ৮ আসামি গ্রেপ্তার হয়েছে। এর মধ্যে মামলার প্রধান আসামি ৩নং ওয়ার্ড সদস্য ও কৃষ্ণনগর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি এলাকার শীর্ষ সন্ত্রাসী আব্দুল জলিল গাইনকে (৪৫) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা থেকে গ্রেপ্তারের পর ১৫ সেপ্টেম্বর রাত সোয়া ৯ টার দিকে হত্যাকান্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে গেলে কৃষ্ণনগর ইউনিয়ন যুবলীগের অফিসের সামনে থেকে উত্তেজিত জনতা তাকে পুলিশের নিকট থেকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর রাত পৌনে ১১ টার দিকে কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশাররফ হোসেনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এঘটনায় চেয়ারম্যানের মেয়ে সাফিয়া পারভীন বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ১৫/২০ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করে।


আরো সংবাদ



premium cement