২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বঙ্গবন্ধু গোল্ডকাপ : সেমির টার্গেট বাংলাদেশের

তপু বর্মন - ছবি : নয়া দিগন্ত

বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ দলের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্বে ভালো করে সেমিফাইনালে যাওয়া। তেমনটাই জানালেন জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন। বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্পের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সাথে আলাপকালে তপু বলেন, আমাদের প্রাথমিক লক্ষ্য অবশ্যই সেমিফাইনাল খেলা। হোম গ্রাউন্ডে খেলবো আমরা। তাই চেষ্টা করবো নিজেদের সেরাটা দিয়ে দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে। সেমিতে প্রতিপক্ষ কারা হবে সেটি আগে যেহেতু বোঝার উপায় নেই... তবে আমাদের টার্গেট সেখানেও ভালো করা।

সেমিফাইনালে পৌঁছাতে হলে লাল-লাল সবুজদের গ্রুপের দুই সঙ্গী শ্রীলঙ্কা ও ফিলিস্তিনের যেকোনো একটিকে পেছনে ফেলতে হবে। এদের মধ্যে ফিলিস্তিন শক্তিশালী দল। ১৫ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধেই উদ্বোধনী ম্যাচ জামাল ভূইয়ার দলের। আগের আসরের সেমিফাইনালে তাদের বিরুদ্ধে দারুণ লড়াই করেও শেষ মুহূর্তের গোলে হেরে যায় বাংলাদেশ।

তপু বলেন, আগের বার কিন্তু আমরা সমানতালেই লড়েছি। ৯৩ মিনিট পর্যন্ত আমরা ১-১ ড্রতে ছিলাম। এরপর শেষ মুহূর্তে গোল খেয়ে হেরে যাই। এবার আমাদের দল অনেক ভালো। আশা করি ভালো ফাইট দিতে পারবো।

বুরুন্ডি, মরিশাস ও সেশেলসের মতো আসরের আফ্রিকান দলগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা নেই দর্শকদের মতো খেলোয়াড়দেরও। তপু সেটা স্বীকার করে বলেন, তারা অপরিচিত দল, এই আসর বা অঞ্চলে তারা খেলেনি আগে কখনো। তবে সেমিফাইনালে তাদের কোন একটির সাথে দেখা হলেও আশা করি লড়াই করতে পারবো।

তপু বর্মন জাতীয় দলে ফিরেছেন সাড়ে আট মাস পরে। বঙ্গবন্ধু গোল্ডকাপ সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেয়া ২৩ জনের দলে ফিরেছেন এই ডিফেন্ডার। সর্বশেষ কম্বোডিয়ার বিপক্ষে তাদের মাটিতে খেলেছেন বাংলাদেশের হয়ে। ইনজুরি কাটিয়ে ফিরেই চাইছেন জাতীয় দলে নিজের জায়গাটা আবার পাকা করতে।

তপু বলেন, দলে ফেরার জন্য অনেক পরিশ্রম করেছি। তার ফল পেয়েছে। জাতীয় দলে যেহেতু ফিরেছি, চাইবো আবার স্থায়ী হতে। এখানে প্রতিযোগিতা আছে, আমার বিকল্প হিসেবে যারা খেলেছে তারাও ভালো করেছে। তাই প্রতিযোগিতা করেই টিকে থাকতে চাই।
গত মার্চে এএফসি কাপের ম্যাচের আগে চোট পাওয়ায় এবং পরে অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে ছিলেন তপু।


আরো সংবাদ



premium cement
‘ফ্রি ভিসার গল্প’ আর শূন্য হাতে ফেরা লাখো শ্রমিক নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীর ব্যক্তিগত ছবি দেখিয়ে চাঁদা আদায় দেশের উন্নয়নে পাকিস্তান প্রশংসা করে, অথচ বিরোধী দল দেখে না : কাদের আশুলিয়ায় বাঁশবাগান থেকে নারী পোশাক শ্রমিকের রক্তাক্ত লাশ উদ্ধার মিয়ানমারের কর্মকর্তারা ফেরত গেলেন, কিন্তু রোহিঙ্গা সঙ্কট কি আরো জটিল হচ্ছে দিনাজপুরে দুই ট্রাকের সংঘর্ষ, চালক-হেলপার নিহত মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ সখীপুরে বৃষ্টির জন্য অঝোরে কাঁদলেন মুসল্লিরা দক্ষিণ ভারতে কেন কাজ করেনি বিজেপির হিন্দুত্ববাদী রাজনীতি জাতীয়তাবাদী ওলামা দলের নতুন আংশিক কমিটি বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসায় বিনিয়োগ সম্ভাবনা অন্বেষণে থাইল্যান্ডের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

সকল