২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

বঙ্গবন্ধু গোল্ডকাপ : সেমির টার্গেট বাংলাদেশের

তপু বর্মন - ছবি : নয়া দিগন্ত

বঙ্গবন্ধু গোল্ডকাপে বাংলাদেশ দলের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্বে ভালো করে সেমিফাইনালে যাওয়া। তেমনটাই জানালেন জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন। বৃহস্পতিবার কমলাপুর স্টেডিয়ামে জাতীয় দলের ক্যাম্পের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সাথে আলাপকালে তপু বলেন, আমাদের প্রাথমিক লক্ষ্য অবশ্যই সেমিফাইনাল খেলা। হোম গ্রাউন্ডে খেলবো আমরা। তাই চেষ্টা করবো নিজেদের সেরাটা দিয়ে দলকে কাঙ্ক্ষিত সাফল্য এনে দিতে। সেমিতে প্রতিপক্ষ কারা হবে সেটি আগে যেহেতু বোঝার উপায় নেই... তবে আমাদের টার্গেট সেখানেও ভালো করা।

সেমিফাইনালে পৌঁছাতে হলে লাল-লাল সবুজদের গ্রুপের দুই সঙ্গী শ্রীলঙ্কা ও ফিলিস্তিনের যেকোনো একটিকে পেছনে ফেলতে হবে। এদের মধ্যে ফিলিস্তিন শক্তিশালী দল। ১৫ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধেই উদ্বোধনী ম্যাচ জামাল ভূইয়ার দলের। আগের আসরের সেমিফাইনালে তাদের বিরুদ্ধে দারুণ লড়াই করেও শেষ মুহূর্তের গোলে হেরে যায় বাংলাদেশ।

তপু বলেন, আগের বার কিন্তু আমরা সমানতালেই লড়েছি। ৯৩ মিনিট পর্যন্ত আমরা ১-১ ড্রতে ছিলাম। এরপর শেষ মুহূর্তে গোল খেয়ে হেরে যাই। এবার আমাদের দল অনেক ভালো। আশা করি ভালো ফাইট দিতে পারবো।

বুরুন্ডি, মরিশাস ও সেশেলসের মতো আসরের আফ্রিকান দলগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা নেই দর্শকদের মতো খেলোয়াড়দেরও। তপু সেটা স্বীকার করে বলেন, তারা অপরিচিত দল, এই আসর বা অঞ্চলে তারা খেলেনি আগে কখনো। তবে সেমিফাইনালে তাদের কোন একটির সাথে দেখা হলেও আশা করি লড়াই করতে পারবো।

তপু বর্মন জাতীয় দলে ফিরেছেন সাড়ে আট মাস পরে। বঙ্গবন্ধু গোল্ডকাপ সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের দেয়া ২৩ জনের দলে ফিরেছেন এই ডিফেন্ডার। সর্বশেষ কম্বোডিয়ার বিপক্ষে তাদের মাটিতে খেলেছেন বাংলাদেশের হয়ে। ইনজুরি কাটিয়ে ফিরেই চাইছেন জাতীয় দলে নিজের জায়গাটা আবার পাকা করতে।

তপু বলেন, দলে ফেরার জন্য অনেক পরিশ্রম করেছি। তার ফল পেয়েছে। জাতীয় দলে যেহেতু ফিরেছি, চাইবো আবার স্থায়ী হতে। এখানে প্রতিযোগিতা আছে, আমার বিকল্প হিসেবে যারা খেলেছে তারাও ভালো করেছে। তাই প্রতিযোগিতা করেই টিকে থাকতে চাই।
গত মার্চে এএফসি কাপের ম্যাচের আগে চোট পাওয়ায় এবং পরে অস্ত্রোপচারের কারণে মাঠের বাইরে ছিলেন তপু।


আরো সংবাদ



premium cement
প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট আইসিসি, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আশায় পাকিস্তান ইসরাইলি হামলায় বৈরুতে শীর্ষ হিজবুল্লাহ কমান্ডার নিহত আফগান সীমান্তের কাছে গুলি, ৬ পাকিস্তানি সেনা নিহত রাঙামাটি ও খাগড়াছড়িতে নিহত ৪, ১৪৪ ধারা জারি রাজধানীতে সংঘর্ষে ২ যুবক নিহত জাতিসঙ্ঘে বাংলাদেশের গণঅভ্যুত্থানের বীরত্বগাথা তুলে ধরবেন ড. ইউনূস কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু তোফাজ্জল হত্যা : ঢাবির ৬ শিক্ষার্থীর দায় স্বীকার কুমিল্লা-১০ বিনির্মাণে আমাদেরকে কাজ করতে হবে : ইয়াছিন আরাফাত উন্নয়নের নামে দুর্নীতির মহোৎসবে মেতেছিল আ’লীগ : হামিদ আজাদ ভাইকে হত্যা করাতে ১৪ মাসের ষড়যন্ত্র

সকল