২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বার্সাকে টপকে এক নম্বরে রিয়াল

- ছবি : এএফপি

লা লিগায় শীর্ষস্থানে অদল-বদল বেশ জমে উঠেছে। এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে আবারও বার্সেলোনাকে টপকে এক নম্বরে রিয়াল মাদ্রিদ।

শনিবার রাফায়েল ভারানে ও করিম বেনজিমার গোলে সব ধরনের প্রতিযোগিতায় টানা নবম ম্যাচ অজেয় থাকলো রিয়াল। লিগে টানা চতুর্থ ম্যাচ জিতে তারা শীর্ষে পৌঁছেছে।

১৫ ম্যাচে ৩৪ পয়েন্ট মাদ্রিদ ক্লাবের। অবশ্য এক নম্বর আসনটি তাদের জন্য অনিশ্চিত। পরের ম্যাচে মায়োর্কাকে হারিয়ে আবার শীর্ষস্থান পুনরুদ্ধার করার সুযোগ বার্সার সামনে। ১৪ ম্যাচে ৩১ পয়েন্টে দ্বিতীয় স্থানে গতবারের লিগ চ্যাম্পিয়নরা।

৩৭ মিনিটে বেনজিমার বানিয়ে দেওয়া বলে গোলমুখ খোলেন ভারানে। দুটি ভালো সুযোগ নষ্ট করার পর গোলদাতার খাতায় নাম লিখেছেন বেনজিমাও। খেলা শেষ হওয়ার ২১ মিনিট আগে ফরাসি ফরোয়ার্ড ব্যবধান দ্বিগুণ করেন। এই গোলে অ্যাসিস্ট করেন ফেদেরিকো ভালভারদে।

অবশ্য শেষ ৭ মিনিট ১০ জন নিয়ে খেলতে হয়েছে রিয়ালকে। ফারলান্দ মেন্দি ৮৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন ভিক্তর গোমেসকে ফাউল করে। অবশ্য এই সুযোগ কাজে লাগিয়ে ব্যবধান কমাতে পারেনি এস্পানিওল।


আরো সংবাদ



premium cement