০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
`


রেকর্ড ছাড়াবে ফ্রান্সের তাপমাত্রা, স্পেনে দাবানল

-

ফ্রান্সের তাপমাত্রা শুক্রবার অতীতের সব রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে স্পেনে ঘাম ঝরানো তাপদাহ অব্যাহত রয়েছে। এমন অসহনীয় তাপের কারণে স্পেনে দাবানল নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে ইউরোপের বিভিন্ন দেশের সরকার তাদের দেশের নাগরিকদের বাড়তি সাবধানতা অবলম্বনের ব্যাপারে সতর্ক করে দিয়েছে। এসব দেশে সপ্তাহব্যাপী তাপদাহ অব্যাহত থাকার কারণে দূষণের সৃষ্টি হয়েছে এবং ইউরোপজুড়ে জরুরি সতর্কতা জারির আশংকা অনেক বেড়ে গেছে।

ফ্রান্সের আবহাওয়াবিদরা তাপমাত্রার পূর্বাভাসে জানিয়েছেন, শুক্রবার ফ্রান্সের তাপমাত্রা ৪৫ ডিগ্রী সেলসিয়াস অতিক্রম করতে পারে। এরআগে কখনো ফ্রান্সের মূলভূখণ্ডে এতো বেশি তাপমাত্রা বিরাজ করতে দেখা যায়নি।

উল্লেখ্য, এরআগে ২০০৩ সালের আগস্টে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় মন্টপালিয়ার ও নিমস-এ সর্বোচ্চ ৪৪.১ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়াবিদ ক্রিস্টেল রবার্ট বলেন, ‘এ বছরের শুরুতেই এই রেকর্ড অতিক্রম করা হবে একটি ব্যতিক্রমী ঘটনা।’
ফ্রান্সের সরকারি আবহাওয়া সংস্থা মেটিও ফ্রান্স জানায়, বুধবার ফ্রান্সের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৯ ডিগ্রী সেলসিয়াস। এটি ছিল জুন মাসের গড় তাপমাত্রার সর্বোচ্চ রেকর্ড।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যক্রোঁ সতর্ক করে দিয়ে বলেন, বিশ্বব্যাপী উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে এ ধরনের অতি চরম তাপমাত্রা বারবার বিরাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আরো সংবাদ



premium cement