২১ মে ২০২৪, ০৭ জৈষ্ঠ ১৪৩১, ১২ জিলকদ ১৪৪৫
`


চলচ্চিত্রের সোনালি দিন ফেরাতে চান ববি

-

জামালপুর শহরের দেওয়ান পাড়ার কইন্যা ইয়ামিন হক ববি এখন ঢাকাই চলচ্চিত্রের এই সময়ের শীর্ষ একজন নায়িকা। সম্প্রতি অনুষ্ঠিত চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির নির্বাচনে কার্যনির্বাহী সদস্য হিসেবে ৮৬ ভোট পেয়ে জয়লাভ করেছেন। ২০১৯-২০২১ কার্যনির্বাহী পরিষদের কার্যনির্বাহী সদস্য হিসেবে গেলো ৭ আগস্ট শপথ নিয়েছেন তিনি। শপথ নিয়ে ইয়ামিন হক ববি বলেন, ‘চলচ্চিত্র শিল্পকে বাঁচাতেই আমি একজন প্রযোজক হিসেবে কাজ করে যাবো। পাশাপাশি একজন অভিনেত্রী হিসেবে ভালো ভালো গল্পের সিনেমায় কাজ করতে চাই।’ ববি অভিনীত ভালো গল্পের সিনেমা ‘বেপরোয়া’ মুক্তি পেয়েছে গেলো ঈদে। এই সিনেমাতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক রোশান। সিনেমাটিকে ববি রোশান জুটির অনবদ্য রসায়ন দর্শক গ্রহণ করেছে বলে জানান ববি নিজেই। গেলো রোজার ঈদে দর্শক ‘নোলক’ সিনেমায় ববি ও শাকিব খানের রসায়ন দারুণ উপভোগ করেছেন। আর এবারের ঈদে ববি রোশানের রসায়ন। ববির ভাষ্যমতে শাকিব খানের সঙ্গেও দর্শক যেমন তাকে গ্রহণ করেছেন ঠিক তেমনি রোশানের সঙ্গেও দর্শক তাকে একই রকমভাবে গ্রহন করে নিয়েছেন। ববি বলেন, ‘আমি সব সময়ই দর্শকের প্রতি কৃতজ্ঞ। কারণ দর্শকের ভালোলাগার জন্যই ভালো ভালো গল্পের সিনেমায় অভিনয় করি। বেপরোয়া ঠিক তেমনি গল্পের একটি সিনেমা। এতে আমার এবং রোশানের অভিনয় দর্শকের মন ছুঁতে পেরেছে, এটাই আমার জন্য অনেক ভালোলাগার।’ এ দিকে আজ ববির জন্মদিন। তবে জন্মদিন নিয়ে তার কোনোই পরিকল্পনা নেই। কারণ গেলো ৫ এপ্রিল ববি তার বাবা কে এম ইমামুল হককে হারান। আবার তার মা মিসেস ভিখারুন্নেসা হজে গিয়েছেন। বাবা ছাড়া জীবনের প্রথম জন্মদিনে নিজেকে প্রচণ্ড একা মনে করছেন ববি। কিন্তু তারপরও বাবার আত্মার শান্তির জন্য আজকের এই দিনে তিনি বাদ জোহর রাজধানীর শেওড়াপাড়ায় অসহায় এতিমদের খাওয়াবেন। পাশাপাশি নিজের মতো করেই সময় কাটাবেন তিনি। ববি প্রযোজনা করেছেন ‘বিজলী’ নামের একটি চলচ্চিত্র। এটি নির্মাণ করেছেন ইফতেখার চৌধুরী। ববির মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হচ্ছে ইফতেখার চৌধুরীর ‘খোজ দ্য সার্চ’, ‘বিজলী’, ‘ওয়ান ওয়ে’ ‘দেহরক্ষী’, ‘রাজত্ব’, ‘অ্যাকশান জেসমিন’, মালেক আফসারীর ‘ফুল অ্যান্ড ফাইনাল’, রাজু চৌধুরীর ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’, বদিউল আলম খোকনের ‘হিরো দ্য সুপারস্টার’, ‘রাজা বাবু’, মোহাম্মদ হোসেনের ‘আই ডোন্ট কেয়ার’ ও শফিক হাসানের ‘স্বপ্ন ছোঁয়া’। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ববি শাকিব খানের সঙ্গে নাফিজের নির্দেশনায় একটি ড্রিংকসের বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছিলেন। এটি দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। এ ছাড়া ববি তানিম রহমান অংশু, ইফতেখার চৌধুরীর নির্দেশনাতেও দুটি বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন। এস ডি রুবেলের বিপরীতে ববি অভিনীত ‘বৃদ্ধাশ্রম’ চলচ্চিত্রটি রয়েছে মুক্তির অপেক্ষায়।


আরো সংবাদ



premium cement
টি স্পোর্টস-জি টিভি নয়, বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচ সরাসরি দেখাবে অন্য চ্যানেল ইরানের নিহত পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে যা জানা যাচ্ছে প্রেসিডেন্ট রাইসির মৃত্যুতে জাতিসঙ্ঘ মহাসচিবের শোক বিবিএসের ঘোষণা : চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৫ দশমিক ৮২ শতাংশ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিবর্তনের নজর রাখবে পাশ্চাত্যের দেশগুলো ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট পরিচালনার উপর গুরুত্বারোপ রাষ্ট্রদূত ড. মনিরুলের নারীর জীবনমান উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার জাতিসঙ্ঘের আবাসিক প্রতিনিধির রাইসির স্মরণে জাতিসঙ্ঘে এক মিনিট নীরবতা পালন ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আলী বাগেরি কানি বড় ভাই বিপিএলে, ছোট ভাই বিসিএলে নকল ডায়াবেটিস স্ট্রিপ ধ্বংস করতে ফার্মা সল্যুশনসকে হাইকোর্টের নির্দেশ

সকল