২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


ববিতার কথার সূত্র ধরে পপি

-

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা ববিতার ডাকনাম পপি। সিনেমায় নায়িকা হওয়ার কারণে ববিতাকে পপি নাম বাদ দিয়ে ববিতা নামেই পরিচিত হতে হয়। অন্য দিকে চিত্রনায়িকা পপির ডাকনামটাই সিনেমায় নায়িকা হিসেবে যাত্রা শুরুর পর পপি নামটাই রয়ে যায়। নিজের নামের সাথে ববিতার ডাকনামের ভীষণ মিল বলেও মাঝে মধ্যে বেশ পুলকিত হন চিত্রনায়িকা পপি। অবশ্য সিনেমায় পপির প্রিয় নায়িকার তালিকায় শীর্ষ কয়েকজন নায়িকার মধ্যে ববিতার নাম রয়েছে। কারণ, বাংলাদেশের নায়িকাদের মধ্যে সবচেয়ে ফ্যাশনেবল নায়িকা ববিতা। তাই তার ফ্যাশনেরও ভক্ত ছিলেন পপি। পপি ববিতাকে যেমন ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ঠিক তেমনি বিভিন্ন সময়ে চলচ্চিত্রকে ঘিরে তার নানান কথাকে সমর্থনও করেন। কিছু দিন আগে ববিতা একটি সাক্ষাৎকারে বর্তমানে বাংলাদেশে সিনেমা নির্মাণের ক্ষেত্রে গল্প সঙ্কটের কথা বিশেষভাবে তুলে ধরেন। শুধু তাই নয়, কেবল পাশের দেশ ভারতে সিনেমা নির্মাণের উদাহরণ টেনে অমিতাভ বচ্চন, শ্রীদেবীর মতো সিনিয়র কিংবদন্তি অভিনেতাদের ঘিরে গল্প দাঁড় করিয়ে সিনেমা নির্মাণের উদাহরণ টানেন। ববিতা এ ধরনের গল্প নিয়ে দেশে সিনেমা নির্মিত হলে সিনেমা করার আশাবাদ ব্যক্ত করেন। বর্তমানে সিনেমা নির্মাণে ভালো গল্প ও মৌলিক গল্পের খুব অভাব বলে অভিহিত করে ববিতার কথার সূত্র ধরেই পপি বলেন, আমাদের দেশের অনেক সিনিয়র কিংবদন্তি তারকা যেমন সুজাতা ম্যাডাম, কবরী ম্যাডাম, ববিতা ম্যাডাম, সুচরিতা ম্যাডামের মতো অনেকেই কাজ থেকে অনিচ্ছাকৃতভাবে দূরে আছেন। প্রযোজক, পরিচালক চাইলেই তাদের নিয়ে কাজ করতে পারেন। শুধু এতটুকুই প্রয়োজন সিনেমার গল্পে তাদের গুরুত্ব রাখা। এটা সত্যি, ভারতের মতো বিশাল বাজেটে এ দেশে সিনেমা নির্মাণের ভাবনা অপরিকল্পনীয়। কিন্তু যে বাজেটই সিনেমার জন্য রাখা হয় তার চেয়ে কিছুটা বাড়িয়ে গল্পে তাদের চরিত্রকে আরো অলঙ্কৃত করে তাদের নিয়ে কাজ করা যেতে পারে। আমিও এখন গল্পের কারণেই সিনেমায় নিয়মিত অভিনয় করতে পারছি না। গল্প ভালো লাগলে, নিজের চরিত্র ভালো লাগলে তবেই না সিনেমায় কাজ করব। প্রযোজক, পরিচালক ও কাহিনীকার চেষ্টা করলেই তা সম্ভব। শুধু তাদের ইচ্ছেটাই যথেষ্ট। গল্প ও চরিত্র ভালো লাগায় পপি এরই মধ্যে শেষ করেছেন সাদেক সিদ্দিকীর সাহসী যোদ্ধা সিনেমার কাজ। কাজ করছেন সেভ লাইফ ও কাঠগড়ায় শরৎচন্দ্র-এর কাজ। শেষ করেছেন তৌহিদ মিতুলের ওয়েব সিরিজ গার্ডেন গেম ও ওয়েব ফিল্ম অনুরূপ আইচের গল্পে আতিকুর রহমানের নির্দেশনায় ক্যান্ডেল লাইট-এর কাজ।
ছবি : মোহসীন আহমেদ কাওছার

 


আরো সংবাদ



premium cement
ফিলিপাইনে মে মাসের মাঝামাঝি পর্যন্ত প্রচণ্ড গরম থাকবে তীব্র তাপদাহে পথের ধারে সৌন্দর্য বিলাচ্ছে কৃষ্ণচূড়া তজুমদ্দিনে আগুনে পুড়ে ১৩ দোকান ছাই গাজা নিয়ে আলোচনার লক্ষ্যে সৌদি আরব যাচ্ছেন ব্লিংকেন ধামরাইয়ে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ, কাঁদলেন মুসুল্লিরা বান্দরবানে নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে ২ কেএনএফ সদস্য নিহত এসএসসি পরীক্ষার ফল ৯ থেকে ১১ মে’র মধ্যে প্রকাশ কলাপাড়ায় বালুর জাহাজ থেকে ছিটকে পড়ে শ্রমিক নিখোঁজ যেসব কারণে হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে আপনার ফেসবুক আইডি ও পেজ কুয়াকাটাসহ উপকূল পুড়ছে তাপপ্রবাহে, স্বস্তি নেই জনজীবনে আজ দুপুরে দেশের উদ্দেশে আল হামরিয়া বন্দর ছাড়বে এমভি আব্দুল্লাহ

সকল