২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বাড়ি ফিরেছেন আলাউদ্দিন আলী

-

গতকাল দেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ, সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তিনি রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালে (সাবেক আয়েশা মেমোরিয়াল হাসপাতাল) দীর্ঘ আড়াই মাস চিকিৎসা শেষে প্রায় সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা: আশীষ কুমার চক্রবর্তী এ তথ্য জানান। এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্সবৃন্দ, ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনসহ সব সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। এ ছাড়া তখন সুরকার আলাউদ্দিন আলীর স্ত্রী ফারজানা আলাউদ্দিন মিমি এবং তার শিশুকন্যা আদ্রিতা আলাউদ্দিন রাজকন্যা পাশে ছিলেন। উল্লেখ্য যে, গত ২২ জানুয়ারি ২০১৯ রাতে তীব্র শ্বাসকষ্ট, কাশি এবং জ্বর নিয়ে তিনি অত্র হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিট (ওঈট) এ ভর্তি হন। মেডিক্যাল পরিভাষায় তার অসুখটির নাম ছিল নিউমোনিয়া অ্যান্ড সেফটিসেমিয়া। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। এক দিন পর তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে দেয়া হয়। এরপর কয়েক দফায় মেডিক্যাল বোর্ড গঠনের মাধ্যমে তাকে সমন্বিত সর্বাধুনিক চিকিৎসা দেয়া হয়।

 


আরো সংবাদ



premium cement