০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


এক সাথে মনোজ-নীলা

-

প্রথমবারের মতো একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন এই সময়ের দুই তরুণ অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক ও নীলাঞ্জনা নীলা। নাটকের নাম ‘উড়ো মেঘের বসন্ত’। চলতি সপ্তাহেই রাজধানীর উত্তরার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শেষ হয়েছে। একটি ভিন্নধর্মী গল্পের নাটক ‘উড়ো মেঘের বসন্ত’ নাটক দিয়েই একসঙ্গে নাটকে প্রথম কাজ করা হলো মনোজ নীলা’র। তবে এর আগে তারা দু’জন একটি টিভি চ্যানেলের একটি শো’তে অংশ নিয়েছিলেন। যেহেতু মনোজ একটি বিশ্ববিদ্যালয়ে চাকরি করেন, তাই তাকে নাটকে শিডিউল দিতে হয় একটু বুঝেশুনে। দর্শক এবং নির্মাতাদের কাছে মনোজের চাহিদা থাকলেও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা ভেবেই অনেক বেশি নাটকে কাজ করারও সুযোগ নেই তার। কিন্তু তারপরও ভালো গল্প পেলে মনোজ চেষ্টা করেন তা করতে। ‘উড়ো মেঘের বসন্ত’র ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে মনোজ প্রামাণিক বলেন, ‘নাটকের গল্পটা বেশ সুন্দর। যে কারণে গল্পের সাথে মিল রেখেই পুরনো নাম বাদ দিয়ে নাটকটির নতুন নাম রাখা হয়েছে উড়ো মেঘের বসন্ত। নীলার সাথে নাটকে আমার এটাই প্রথম কাজ ছিল। নীলা খুব ভালো অভিনয় করে। দারুণ সহযোগিতাপরায়ণও। কাজ করার আগে একটু ভেবেছিলাম, না জানি কেমন হয়। কিন্তু কাজ করতে গিয়ে গল্পের ভেতরে প্রবেশ করে আমরা কাজটা বেশ উপভোগ করেছি। আমি খুব আশাবাদী নাটকটি নিয়ে।’ নির্মাতা তারেক রহমান জানান শিগগিরই নাটকটি আরটিভিতে প্রচার হবে। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে নীলাঞ্জনা নীলা বলেন,‘নির্মাতা তারেক রহমানের সাথে এটা আমার প্রথম কাজ ছিল। মনোজ ভাইয়ার সঙ্গে ঠিক তাই। তিনি খুব ভালো অভিনয় করেন। প্রথম কাজেই তার সঙ্গে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছে। যে কারণে দু’জনের মধ্যে বোঝাপড়াও ভালো ছিল। তাই কাজটি বেশ ভালো হয়েছে। ’ নীলা জানান এ নাটকে অভিনয় করতে গিয়ে বৃষ্টিভেজা দৃশ্যে অভিনয় করে কিছুটা অসুস্থ হয়েছিলেন।’ গেল ভালোবাসা দিবসে নীলা তাসরিফ খানের ‘চৌধুরী সাহেব’ ও জুবায়ের জিসানের ‘ভুলে ভরা কবিতা’ শিরোনামের দুটি গানে মডেল হয়েছেন। এ ছাড়া ইফতেখার আহমেদ অসীমের নির্দেশনায় ‘মিস্টার ম্যাংগো’র বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। এ দিকে, ভালোবাসা দিবসে মনোজ অভিনীত মাবরুর রশীদ বান্নাহর ‘ যে যেখানে দাঁড়িয়ে’, কল্লোলের ‘প্রথম প্রেম’ নাটকে তার অভিনয় বেশ প্রশংসিত হয়। এ ছাড়া, রেদওয়ান রনি নির্দেশিত মনোজ অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ব্লাড রোজ’ও বেশ আলোচনায় আসে।

 


আরো সংবাদ



premium cement
নয়া দিগন্তের শৈলকুপা সংবাদাতার ওপর দুর্বৃত্তদের হামলা ডিএমপির অভিযানে গ্রেফতার ৩৯ সুন্দরবনে জ্বলছে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট শায়েস্তাগঞ্জে সাবেক সেনা সদস্য ট্রাকচাপায় নিহত ইসরাইল-গাজা যুদ্ধবিরতি আলোচনা নিয়ে কায়রোতে জোরদার প্রচেষ্টা ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ২৫ ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারী আটক গাজীপুরে তুলার গুদামে আগুন স্টপেজের দাবিতে ফরিদপুরে প্রথম দিনই ট্রেনের গতিরোধ সন্দেশখালির ধর্ষণের অভিযোগ সাজানো, বিজেপি নেতার ভিডিওতে তোলপাড় খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে মা-ছেলের মৃত্যু গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড় পূর্ব আফ্রিকায় মানবিক সঙ্কটের অবনতির হুমকি স্বরূপ

সকল