৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


পরিবার ও বন্ধুদের সাথে তিশার জন্মদিন

-

আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নূসরাত ইমরোজ তিশার জন্মদিন। জন্মদিন কেমন কাটবে এমন প্রশ্নের জবাবে তিশা জানান, গেল শুক্রবার তৌকীর আহমেদ পরিচালিত ‘ফাগুন হাওয়ায়’ সিনেমার প্রচারণা এবং পরিবার, বন্ধু বান্ধবদের সাথেই কাটবে তার এবারের জন্মদিন। গেল বছর জন্মদিনে শুটিং করেছিলেন তিশা। এবারের জন্মদিনেও একটি নাটকের শুটিং করার কথা ছিল। কিন্তু এবার যেহেতু তার নতুন মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ফাগুন হাওয়ায়’র প্রচারণা নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে তাই এবার কোনো নাটকের শুটিং করছেন না তিশা। তিশা জানান ‘ফাগুন হাওয়ায়’র প্রচারণার জন্য তারা আজ অথবা কাল জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণেও যাবেন। যেহেতু ‘ফাগুন হাওয়ায়’ ভাষা আন্দোলনকে ঘিরে নির্মিত একটি সিনেমা। তাই শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি জানানোটাই স্বাভাবিক। কেমন সাড়া পাচ্ছেন ফাগুন হাওয়ায়’ সিনেমার জন্য। জবাবে তিশা বলেন, ‘আমিতো আল্লাহর রহমতে এই সিনেমাতে অভিনয়ের জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। সিনেমাটির গল্প ভাষা আন্দোলনকে আবর্ত করে হলেও ভালোবাসাকে মুখ্য রেখেই সিনেমার গল্প এগিয়েছে। যা দর্শকের ভালোলাগছে। আবার সিনেমারও গানও দর্শক বেশ পছন্দ করছেন। এটা অনেক প্রাপ্তির বিষয়। তাই আমি এই সিনেমার দর্শক সাড়া নিয়ে বেশ সন্তুষ্ট।’ একই পরিচালকের ‘হালদা’ সিনেমাতে অভিনয় করেছিলেন নূসরাত ইমরোজ তিশা। সেটি ২০১৭ সালের শেষের দিকে মুক্তি পায়। এ দিকে তিশা এরই মধ্যে শেষ করেছেন অরুণ চৌধুরীর দ্বিতীয় সিনেমা ‘মায়াবতী’র কাজ। এই সিনেমাতে তিনি নাম ভূমিকায় অভিনয় করেছেন। কলকাতার একটি সিনেমাতেও এরই মধ্যে তিশার কাজ করার কথা ছিল। কিন্তু এর শুটিং আপাতত পেছানো হয়েছে বলে জানান তিশা। এ দিকে আগামী নারী দিবস উপলক্ষে তিশা এরই মধ্যে চয়নিকা চৌধুরীর রচনা ও নির্দেশনায় ‘প্রতিদিনের মতো একটি দিন’ নাটকে অভিনয় করেছেন। নাটকটি আগামী ৮ মার্চ নারী দিবসের দিন রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে। এতে তিশার বিপরীতে করেছেন আনিসুর রহমান মিলন। উল্লেখ্য, গেল বছরের ৮ জুলাই তিশার হাতে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার উঠে আসে অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’ সিনেমাতে অভিনয়ের জন্য।
ছবি : মোহসীন আহমেদ কাওছার


আরো সংবাদ



premium cement