১৬ মে ২০২৪, ০২ জৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলকদ ১৪৪৫
`


চলে গেলেন সুলতান সেলিম

-

বাংলালিংকের ‘দিন বদলের পালা’ বিজ্ঞাপনটির কথা নিশ্চয়ই সবার মনে আছে। এই বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেই প্রথম তারকা খ্যাতি পেয়েছিলেন সুলতান সেলিম। ‘ঢাকা থিয়েটার মঞ্চ’-এর প্রিয় মুখ ও দর্শকপ্রিয় অভিনেতা সুলতান সেলিম আর নেই। রোববার রাত ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সকালে তার মরদেহ গ্রামের বাড়ি খুলনায় নিয়ে যাওয়া হয়। সেখানেই বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে নাট্যাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। তিনি তারিকুল ইসলামের নির্দেশনায় টেলিফিল্ম ভেলা, ধারাবাহিক নাটক গাঁও-গেরামের মানুষজন, চলচ্চিত্র মানিক চাঁদ বাংলাদেশী, নাটক অবেলাতে কাজ করেছেন। এ ছাড়া তিনি আরো অনেক নির্মাতারই নাটকে অভিনয় করেছেন। নাট্যনির্মাতা তারিকুল ইসলাম বলেন, ‘গতকালই হঠাৎ খবর পাই সুলতান ভাই আর নেই। খবরটি শোনার পর থেকে ভীষণ খারাপ লাগছে। কারণ, তিনি খুব ভালো মনের একজন মানুষ ছিলেন। দোয়া করি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুন।’


আরো সংবাদ



premium cement