০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫
`


প্রার্থিতা ফিরে পেতে নায়ক সোহেল রানার ইসিতে আপিল

-

ঢাকাই চলচ্চিত্রে জনপ্রিয় নায়ক সোহেল রানা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন।

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের চত্বরে এসে তিনি এই আপিল করেন।

তিনি ইসি চত্বরে আসার সাথে সাথে সাংবাদিকরা তাকে ঘিরে ধরে ছবি তুলতে থাকেন। কী কারণে তার মনোনয়ন বাতিল হয়েছে সেটা জানতে চাইলে তিনি আপিল করে সাংবাদিকদের কিছু না বলেই চলে যান।

বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য চিত্রনায়ক সোহেল রানা। গত ২ ডিসেম্বর যাচাই-বাছাইয়ের পর সোহেল রানার মনোয়নপত্র বাতিল করা হয়েছে।

ইসি সূত্রে আজ জানা যায়, ৪ হাজার ১শ’ ৪৭ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

সোহেল রানা ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনা করেন। এর পরিচালক ছিলেন মরহুম চাষী নজরুল ইসলাম। পরের বছর তিনি ‘মাসুদ রানা’ নামে একটি সিনেমা পরিচালনা করেন। এতে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। এ সিনেমার মাধ্যমে প্রথম সোহেল রানা নামে পর্দায় হাজির হন তিনি।


আরো সংবাদ



premium cement