২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫
`


৪ বছরেও হলে আসন বরাদ্দ না দেয়ায় চবির ছাত্রীদের বিক্ষোভ

৪ বছরেও হলে আসন বরাদ্দ না দেয়ায় চবির ছাত্রীদের বিক্ষোভ - সংগৃহীত

চার বছরেও আবাসিক হলে আসন বরাদ্দ না হওয়া ও দ্রুত আসন বরাদ্দের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জননেত্রী শেখ হাসিনা হলের আবাসিক ছাত্রীরা। রোববার সকালে ছাত্রীরা হলের মূল ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।

বিক্ষোভকালে ছাত্রীরা বলেন, চার বছর আগে শেখ হাসিনা হলের কাজ শুরু হয়েছে। বারবার অ্যালোটমেন্ট দেয়ার তারিখ দিচ্ছে কিন্তু কোনো কার্যকারিতা নেই। অন্য হলে অতিথির মতো থাকতে হচ্ছে। থাকতে হচ্ছে বড় আপুদের বকঝকা খেয়ে গণরুমে। কেউবা আবার চড়া দামে থাকছেন কটেজে। কটেজে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ, পানি, ওয়াইফাই ও পড়াশোনার পরিবেশ নেই।

আগামীকালের মধ্যে আসন বরাদ্দের ফলাফল ঘোষণা এবং ২০ অক্টোবরের মধ্যে যার যার বরাদ্দ বৈধ সিটে ওঠার নোটিস দেয়ার দাবি জানান ছাত্রীরা।

ছাত্রীদের অভিযোগ, ২০১৫ সালের ৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছাত্রীনিবাসটির উদ্বোধন করেন। কিন্তু উদ্বোধনের চার বছর পরও ছাত্রীদের কোনো আসন বরাদ্দ দেয়া হয়নি। আসন বরাদ্দ দিতে গত ১৫-১৭ সেপ্টেম্বর পর্যন্ত ছাত্রীদের সাক্ষাৎকার নেয়া হলেও এখনও তার ফল ঘোষণা করা হয়নি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা হলে মোট ৭৫০টি আসন আছে। তবে হলের উন্নয়নমূলক কাজ চলার কারণে তারা এতদিন ছাত্রীদের হলে ওঠাতে পারেননি।’

তিনি বলেন, ‘আগামী ৩ নভেম্বরের মধ্যে ছাত্রীদের আসন বরাদ্দের ফলাফল দেয়া হবে। ৫ নভেম্বরের মধ্যে তাদের হলে ওঠানো হবে।’ সূত্র : ইউএনবি।


আরো সংবাদ



premium cement
স্বর্ণের দাম ভরিতে কমলো ১১৫৫ টাকা গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানালো উত্তর আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হোসেনপুরে চাঞ্চল্যকর সবুজ মিয়ার হত্যায় ভাতিজা গ্রেফতার দেশের সর্বোচ্চ ৪৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড চুয়াডাঙ্গায় সীমান্তে গুলির শব্দ নেই, তবুও আতঙ্কে স্থানীয়রা রাঙ্গাবালীর খালে পাওয়া টর্পেডো উদ্ধার করেছে নৌ-বাহিনী লক্ষ্মীপুরে বিজয়ী ও পরাজিত উভয় চেয়ারম্যান প্রার্থী আটক ৩৪ বছরেও মুছেনি ভয়াল ২৯ এপ্রিলের দুঃসহ স্মৃতি যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড উত্তর ইসরাইলে হামাসের রকেট হামলা প্রচণ্ড গরমে বেতাগীতে ৪ শিক্ষার্থী শ্রেণিকক্ষে অসুস্থ

সকল