০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিবের সাথে হাতাহাতি

কেন্দ্রীয় জিয়া পরিষদের মহাসচিবের সাথে হাতাহাতি - ছবি : নয়া দিগন্ত

জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এমতাজ হোসেনকে মারধর করেছে কুষ্টিয়া জিয়া পরিষদের আহ্বায়ক কমিটির আহ্বায়ক পদপ্রত্যাশী ইবি কর্মকর্তা মানজারে আলম মিরু। জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন নিয়ে বুধবার বিকেল ৪টার দিকে এ হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা যায়।

প্রতক্ষদর্শী সূত্রে, ড. এমতাজ ইবি ক্যাম্পাসের শিক্ষকদের আবাসিক ভবনে নিজের কক্ষে ঘুমাচ্ছিলেন। মিরু বহিরাগত একজন লোক সাথে নিয়ে ড. এমতাজের কক্ষের সমানে যায়। তাকে ঘুম থেকে ডেকে তুলে জিয়া পরিষদের কুষ্টিয়া জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করে। এক পর্যায়ে মিরু ও ওই বহিরাগত ড. এমতাজকে কিলঘুষি মারতে শুরু করে। তাদের হট্টোগোলের আওয়াজে পাশের রুম থেকে এগিয়ে আসেন আরেক শিক্ষক।

এসময় তিনি ড. এমতাজকে রক্ষার জন্য মিরুকে নিবৃত করেন। পরে ড. এমজাত ও মিরু উভয়কে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

কর্তব্যরত চিকিৎসক খুরশেদা জাহান মনি বলেন, ‘ ড. এমতজের নাকে এবং কপোলে আঘাতের চিহ্ন রয়েছে। অল্পের জন্য তার বাম চোখ আশংকা মুক্ত।’

সংবাদ পাওয়ার সাথে সাথে ড. এমতাজকে দেখেতে চিকিৎসা কেন্দ্রে যান ইবি ভিসি, প্রোভিসি ও ট্রেজারার। এসময় ভিসি বলেন, ‘কোন অবস্থাতেই এই ঘটনা বরদাস্ত করা হবে না। হামলাকারী এবং বহিরাগত উভয়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

পরে মানজারে আলম মিরুকে পুলিশের হাতে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানাযায়।

এদিকে জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কবির মুরাদ বলেন, ‘ঘটনাটি খুবই দুঃখ জনক। তার শাস্তি হওয়া উচিৎ। আমরা এঘটনার তিব্র নিন্দা জানাচ্ছি।’

এছাড়াও ঘটনার নিন্দা জানিয়েছেন ইবি শিক্ষক সমিতি ও ইবি জিয়া পারিষদের বিভিন্ন ইউনিট।


আরো সংবাদ



premium cement
ফিলিস্তিন সঙ্কট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মুসলিম উম্মাহ : পররাষ্ট্রমন্ত্রী নোয়াখালীতে সিএনজি-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ কোভিড ভ্যাকসিনে মস্তিষ্কে ক্ষতি, মামলা জয়ে এগিয়ে ভুক্তভোগী যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করলে হামাসকে বহিষ্কার : যুক্তরাষ্ট্রের হুমকি বুমেরাং হতে পারে গাজায় ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে রাজধানীতে শিবিরের বিক্ষোভ রাফাহ আক্রমণের ক্ষয়ক্ষতি হবে ‘গ্রহণযোগ্যতার বাইরে’ : এন্টনি ব্লিঙ্কেন ইন্দোনেশিয়ায় ভূমিধস ও বন্যায় ১৫ জনের প্রাণহানি ব্রাজিলে ভয়াবহ বন্যায় প্রাণহানি ৩৯, নিখোঁজ অর্ধশতাধিক পুরোপুরি দুর্ভিক্ষের কবলে উত্তর গাজা : জাতিসঙ্ঘ দেশের বিভিন্ন স্থানে ২৪ ঘণ্টায় বৃষ্টি হতে পারে সরকার পতনের লক্ষ্যে বিরোধী দলগুলো একজোট : ড. মঈন খান

সকল