০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫
`


খালেদা জিয়ার তিনটি আসনে বিকল্প নির্ধারণ

বিএনপির মনোনয়ন চিঠি পেলেন আরো ৩ জন

বিএনপির মনোনয়ন চিঠি পেলেন আরো ৩ জন - সংগৃহীত

বুধবার সারাদেশে দলীয় মনোনয়নপত্র দাখিলের দিনে আরো তিনটি আসনে তিনজন প্রার্থীকে মনোনয়নের চিঠি দিয়েছে বিএনপি। এরা হলেন ঢাকা-১৭ আসনে বিএনপি নেতা ও বিশিষ্ট শিল্পপতি কামাল জামান মোল্লা, নেত্রকোণা-২ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মো: আনোয়ারুল হক এবং জামালপুর-২ আসনে বিএনপি নেতা মনোয়ার হোসেন।

জানা গেছে, এই তিনজন সম্ভাব্য এমপি প্রার্থী নিজ নিজ এলাকার রিটার্নিং অফিসারের কার্যালয়ে দলের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ঢাকা-১৭ আসনের সম্ভাব্য প্রার্থী কামাল জামান মোল্লা জানান, তিনি ঢাকা জেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডা. আনোয়ারুল হক জানান, তাকে নেত্রকোণা-২ আসনের বিপরীতে বিএনপি থেকে মনোননীত প্রার্থী হিসেবে চিঠি দেয়া হয়েছে। গতকালই জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে দলের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে সার্বিক বিবেচনায় তিনিই নেত্রকোণা-২ আসনে চূড়ান্ত মনোনয়ন পাবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

খালেদা জিয়ার তিন আসনের বিকল্প যারা : এদিকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য তিনটি আসনের বিপরীতে বিকল্প প্রার্থী হিসেবে তিনজনকে ঠিক করেছে বিএনপি। এরা হলেন- বগুড়া-৬ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বগুড়া-৭ আসনে গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিল্টন মোশের্দ এবং ফেনী-১ আসনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনু। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শারুল কবির খান এ তথ্য জানান।

মনোনয়ন জমা দেননি বিএনপির ৩ হেভিওয়েট প্রার্থী : এছাড়া তিনটি আসনে বিএনপির তিনজন হেভিওয়েট প্রার্থী দলের মনোনয়নপত্র জমা দেননি। এরা হলেন- ফেনী-১ ও ৩ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, ঢাকা-৮ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল এবং বরিশাল-২ আসনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।


আরো সংবাদ



premium cement
গ্রিড লাইনের ত্রুটিতে সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ভুক্তভোগী নারী ও তার পাশে দাঁড়ানো ব্যক্তিদের হয়রানির প্রতিবাদ বাড্ডায় নারীর অর্ধগলিত লাশ উদ্ধার কথিত স্বামী পলাতক গ্রেফতারকৃতদের পরিবারের সাথে সাক্ষাৎ করবে খতমে নবুওয়ত ঝিনাইদহ-১ আসনে উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নায়েব আলী জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয় ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ঢাবিতে নিয়মিত ২০ আসন বরাদ্দ রেকর্ড গড়ে সাদিক খান আবারো লন্ডনের মেয়র আগামী ২ মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : জিল্লুল হাকিম ফতুল্লায় ব্যবসায়ী অপহরণ, গ্রেফতার ৭ তাপদাহের কারণে গোসল করতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

সকল