০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫
`


বিশ্বসাহিত্যের টুকিটাকি মতিন মাহমুদ

-

কোস্টা বুক অব ইয়ার পুরস্কার পেলেন জ্যাক
সাবেক ওয়ার রিপোর্টার জ্যাক ফেয়ারওয়েদার পোলিশ প্রতিরোধ যোদ্ধাদলের একজন সদস্যের জীবনভিত্তিক গ্রন্থ ‘দ্য ভলান্টিয়ার’ লিখে ২০১৯ সালের কোস্টা বুক অব দি ইয়ার-এ ভূষিত হয়েছেন। জ্যাক ব্রিটেনের একজন সাংবাদিক ও লেখক । তিনি ব্রিটিশ বাহিনীর সাথে থেকে যুদ্ধকালীন সংবাদ সংগ্রহ করে নাম করেছেন। তিনি ইরাকে ডেইলি টেলিগ্রাফের ও আফগানিস্তানে ওয়াশিংটন পোস্টের ওয়ার রিপোর্টার হিসেবে কাজ করেছেন। কয়েকবার মৃত্যুর মুখে পড়েও ভাগ্যক্রমে বেঁচে যান তিনি। যার জীবনী লিখে জ্যাক পুরস্কার পেলেন সেই যোদ্ধার নাম উইটোল্ড পিলেকি। পিলেকি ছিলেন পোলিশ আর্মির অশ^ারোহী বাহিনীর একজন অফিসার। দ্বিতীয় বিশ^যুদ্ধের পর পোল্যান্ড কমিউনিস্টরা দখল করে নেয়। তিনি কমিউনিস্ট শাসনামলে পোল্যান্ডের ভীতিকর কাহিনী বিশ^কে জানানোর জন্য অসউইজ শহরে কমিউনিস্টদের পরিচালিত একটি কনসেনট্রেশন ক্যাম্পে একজন স্বেচ্ছাসেবী হিসেবে ঢুকে পড়েন। সেখানে তিনি আটক বিদ্রাহীদের সাহস জোগান। এক পর্যায়ে তিনি ধরা পড়েন কমিউনিস্ট বাহিনীর কাছে এবং তাকে ফাঁসি দেয়া হয়। তার জীবন সংগ্রামের কথা এবং সেই সময়ে কমিউনিস্ট শাসনে কী অত্যাচার করা হয়েছে তা এত দিন ছিল বিশে^র কাছে অজানা। জ্যাক তার বইয়ে তা তুলে ধরেছেন। জ্যাক তার বিজয়কে উৎসর্গ করেছেন পিলেকির দুই সন্তান আন্দ্রেজ ও জোফিয়াকে। যারা বহু বছর পর জানতে পারে তাদের বাবাকে কমিউনিস্ট শাসনামলে ‘এনিমি অব দি স্টেট’ হিসেবে হত্যা করা হয়। প্রায় ৫০ বছর তারা জানতে পারেনি তাদের বাবার ভাগ্যে কি ঘটেছে। বিচারক প্যানেলের সভাপতি সিয়ান উইলিয়াম জ্যাকের বইটিকে বেছে নেয়ার কারণ হিসেবে এটিকে অসাধারণ বলে বর্ণনা করেন। পাঠকপ্রিয় বইকেই পাঁচটি ক্যাটেগরিতে কোস্টা বুক অব দ্য ইয়ারে ভূষিত করা হয়। জীবনী বিভাগে জ্যাক এই পুরস্কার পান। এছাড়া প্রথম প্রকাশিত উপন্যাস, কবিতা ও ছোটদের বই ক্যাটেগরিতেও এ পুরস্কার দেয়া হয়। এর আগে এ পুরস্কার জিতেছেন বিশিষ্ট লেখিকা হিলারি ম্যান্টেল, হেলেন ডানমোর ও সেবাস্টিয়ান ব্যারি। পুরস্কারের মূল্যমান ৩০ হাজার পাউন্ড। সেই সাথে থাকছে বহু সংখ্যক বই বিক্রির সুযোগ। ১৯৭১ সালে এই পুরস্কার চালু হয় হুইটব্রেড প্রাইজ নামে। ২০০৬ সালে কোস্টা কফির স্পন্সর হওয়ার পর কোস্টা বুক অ্যাওয়ার্ড নাম হয়। এটি ব্রিটেনের অন্যতম সেরা সাহিত্য পুরস্কার। গত ২৮ জানুয়ারি লন্ডনে এ পুরস্কার তুলে দেয়া হয় বিজয়ীদের হাতে। উপন্যাসে জোনাথন কোয়ে, প্রথম প্রকাশিত উপন্যাসে সারা কলিন্স, কবিতায় মেরি জিন চান ও ছোটদের বইয়ে জাসবিন্ডার বিলান পুরস্কার পেয়েছেন।


আরো সংবাদ



premium cement
ভিসা জটিলতায় আয়ারল্যান্ড সিরিজে অনিশ্চিত আমিরের জামালপুরে অ্যাজেন্টদের মারধরের অভিযোগ, আহত ৩ ট্রাম্পের সাথে যা ঘটেছিল পর্ন তারকা স্টর্মির মধ্য বয়স থেকে যে অভ্যাসগুলো আপনার আয়ু বাড়াবে শাল্লায় ২ চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ, কারাগারে ৪ পররাষ্ট্রমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের এফসিডিও'র ইন্দো-প্যাসিফিক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ রাফায় ইসরাইলকে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে : রাশিয়া মিরসরাইয়ে জাল ভোট, ৩ নির্বাচনী কর্মকর্তা আটক উপজেলা নির্বাচনের কেন্দ্রগুলো খাঁ খাঁ করছে : মেজর হাফিজ হজযাত্রীদের জীবন আল্লাহর রাস্তায় উজাড় করে দিতে হবে : জামায়াত আমির ডলারের দাম ৭ টাকা বাড়াল বাংলাদেশ ব্যাংক

সকল