০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


যদি বিদায়বেলা

-

যেতে চাই ইচ্ছেমতো যখন-যেখানে মন চায়Ñ
হোক হেঁটে ভোরের শিশিরে ভেজা সরু আলপথ,
পুকুরের পাড়ঘেঁষে স্তূপীকৃত খড়ের গাদায়
যেখানে রয়েছে পড়ে গৃহস্থবাড়ির ভগ্নরথ,
সেসব পেছনে ফেলে চলে যাব দূরের যাত্রায়;
হয়তো তখনো কেউ রাত জেগে রবে আলবত,
বালিশের ওয়াড় ভেজাবে কেউ অশ্রুর ফোঁটায়,
বিছানায় পাশ ফিরে শোবে ঘুরিয়ে নাকের নথ।

অথবা কিছুই ঘটবে না লৌকিক বা অলৌকিক।
উঠোনে ধানের স্তূপ, মালসায় হাঁসের জটলা,
বাঁশের মাচায় মুরগির ডিম, খোপে কবুতর,
এসব থাকবে পড়ে যথারীতি, গতানুগতিক,
তবে খুশি হবো যদি বিদায়বেলা জোছনাগলা
চন্দ্ররাতে হাত তার রাখে কেউ হাতের ওপর।


আরো সংবাদ



premium cement