১৫ মে ২০২৪, ০১ জৈষ্ঠ ১৪৩১, ০৬ জিলকদ ১৪৪৫
`


গভীর রাতে পিকনিকের বাস খাদে : স্কুলছাত্রের মৃত্যু

-

রাজবাড়ীতে পিকনিকের বাস উল্টে মো: শামীম (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে জেলার কালুখালী উপজেলার দুর্গাপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত শামীম মেহেরপুর জেলার গাংনী উপজেলার খাসমহল গ্রামের মো: সফির ছেলে। সে স্থানীয় একটি স্কুলে নবম শ্রেণীর ছাত্র ছিলো।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহাঙ্গীর আলম জানান, পিকনিকের বাসটি বৃহস্পতিবার রাতে কুয়াকাটা থেকে পিকনিক শেষে মেহেরপুর ফিরছিল। রাত ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের দুর্গাপুর এলাকায় পৌঁছালে বাসের চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। এ সময় শামীম বাসের জানালা দিয়ে লাফ দিলে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় বাসের আরো চার যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শামীমের লাশ উদ্ধার করে।

আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর পর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আরো সংবাদ



premium cement