১৭ মে ২০২৪, ০৩ জৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলকদ ১৪৪৫
`


বছিলায় বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব : ভেতরে গোলাগুলি-বিস্ফোরণ

বছিলার বাড়িটি ঘিরে র‌্যাবের অবস্থান - ছবি : সংগৃহীত

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকায় উগ্রপন্থীদের আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে। রোববার দিবাগত রাত সাড়ে তিনটা থেকেই বাড়িটি ঘিরে রাখা হয়। বাড়িটির ভেতর থেকে গুলি ও দুই দফা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

বিস্ফোরণে বছিলার মেট্রো হাউজিং এলাকায় অবস্থিত টিনশেড বাড়িটির চাল উড়ে গেছে। এক তলা এই টিনশেড ভবনে চারটি কক্ষ আছে বলে জানা গেছে। র‌্যাব ড্রোন দিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

র‌্যাব আশঙ্কা করছে, সেখানে একাধিক উগ্রপন্থি অবস্থান করছে। তাদেরকে জীবিত গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে র‌্যাব। সে কারণে তারা সময় নিয়ে অভিযান চালাতে চাইছেন।

প্রথমে র‌্যাব বাড়িটির আশপাশের লোকজন সরিয়ে নেয়। এ সময় ভেতরে থাকা উগ্রপন্থীরা র‌্যাবের অবস্থান টের পেয়ে গুলি করে। এ সময় একটা বিস্ফোরণ হয়। এর পর ভোর পৌনে পাঁচটার দিকে আরেকটি বড় বিস্ফোরণ হয়।

বাড়িটির ভেতর কতজন উগ্রপন্থী রয়েছে, এ ব্যাপারে র‌্যাব এখনো নিশ্চিত নয়। বাড়িটির ২জন কেয়ারটেকারকে র‌্যাব জিজ্ঞাসাবাদ করছে। র‌্যাবের বোমা নিষ্ক্রিয়করণ দল ও ডগ স্কোয়াড ঘটনাস্থলে যাচ্ছে। এরপর আরো বড় আকারে অভিযান চালানো হবে।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান সোমবার সকালে জানান, উগ্রপন্থীদের অবস্থানের তথ্য জানার পরিপ্রেক্ষিতেই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে র‌্যাব-২।

এছাড়া র‌্যাব-২ এর অধিনায়ক আশিক বিল্লাহ জানান, আমরা বাসাটি ঘিরে রেখেছি। আমরা ভেতরে থাকা ব্যক্তিদের আত্মসমর্পণ করার আহ্বান জানাচ্ছি।


আরো সংবাদ



premium cement
অন্যায়ভাবে আমাদের উচ্ছেদের চেষ্টা চলছে : মান্ডা-জিরানী খালপাড়বাসী র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা থাকছে : যুক্তরাষ্ট্র কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার বাংলাদেশকে একটি সেকুলার রাষ্ট্রে পরিণত করার পাঁয়তারা চলছে : হামিদুর রহমান আযাদ ইউক্রেনের শতাধিক ড্রোন প্রতিরোধের দাবি রাশিয়ার বাস্তবতা বিবেচনা করে পরিকল্পনা প্রণয়নের আহ্বান প্রধানমন্ত্রীর জীবননগরে পাখিভ্যানের ধাক্কায় বাইসাইকেলচালক নিহত আড়াইহাজারে তরুণীকে সঙ্ঘবদ্ধ ধর্ষণ সাতক্ষীরায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত মোরেলগঞ্জে আগুনে পুড়ে ১২ দোকান ভস্মীভূত টেক্সাসে প্রবল বর্ষণে ৪ জনের মৃত্যু

সকল