২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

১৯ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

ফেরি সঙ্কট চলছেই
-

প্রচণ্ড বাতাসের কারণে ১৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আজ রোববার সকাল সোয়া সাতটা থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে।

পদ্মা নদীতে উত্তাল ও ঝড়ো বাতাসের কারণে দুর্ঘটনা এড়াতে শনিবার দুপুর ১২টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।

দৌলতদিয়া ঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল ইসলাম নৌ চলাচল শুরুর খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাতাসের তীব্রতা কমলে নদীতে ঢেউ কমে যাওয়ায় রোববার সকাল সোয়া ৭টা লঞ্চ চলাচল শুরু হয়েছে।

এদিকে ফেরি সঙ্কটে ও নদীতে তীব্র স্রোত ও ঢেউ থাকায় ছোট কে টাইপ তিনটি ফেরি চলতে না পারায় এবং রাতে তিন ঘন্টা ফেরি না চলায় দৌলতদিয়া ঘাটে যানজট আরো প্রকট হয়েছে।

গতকাল ১৫টি ফেরি চললেও আজ রোববার মাত্র ১০টি ফেরি এ নৌরুটে চলাচল করছে। এতে করে রোববার সকাল থেকেই ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে প্রায় চার কিলোমিটার পর্যন্ত গাড়ির সারি তৈরি হয়েছে।


আরো সংবাদ



premium cement