২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫
`


দুই গোয়েন্দার অভিযান

-

ছত্রিশ.
ভুল যা করার করে ফেলেছে। ভেবে আর লাভ নেই এখন। দানবটা ওপরে উঠে এলে, লাফ দিয়ে নিচে পড়তে হবেÑ ভাবছে রেজা। তাতে পা ভাঙলে ভাঙবে। তা-ও এত সহজে ধরা দেবে না। দানবের হাতে মরার চেয়ে পা ভাঙাও ভালো।
গাছ বেয়ে তরতর করে উঠে আসছে দানবটা।
অচিরেই পৌঁছে গেল ওদের নিচের ডালটায়। রেজার ঠিক মাথার ওপরে এখন সুজা। ধরার জন্য হাত বাড়াল দানবটা।
এত ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে, একটা নিভতে না নিভতেই আরেকটা জ্বলে উঠছে, মুহূর্তের জন্যও অন্ধকার হতে পারছে না। সেই আলোয় হিরণ কুমারকে দেখতে পাচ্ছে ওরা। তার মানে সে-ও দেখছে ওদেরকে।
কী করে ঠেকানো যায় ওই দানবকে?
মরিয়া হয়ে উঠল রেজা। কিন্তু কোনো উপায় ভেবে বের করতে পারল না।
সুজার পায়ের কাছে আঙুল চলে এসেছে দানবটার। লাথি মারার জন্য জুতো তুলল সে। এই সময় বাজ পড়ল আবার। ভাগ্যই যেন কাকতালীয় ভাবে বাঁচিয়ে দিলো ওদের। দানবটা যে ডালে রয়েছে, ঠিক তার গোড়ায় আঘাত হানল বিদ্যুৎ। মুহূর্তে ডালটা দুই টুকরো হয়ে গেল।
গর্জন করে উঠল দানবটা। ডিগবাজি খেয়ে গিয়ে পড়ল নিচের কাদার মধ্যে। পাহাড়ের খাড়া ঢাল বেয়ে কয়েক গড়ান দিয়েই অদৃশ্য হয়ে গেল। তীক্ষè একটা অমানুষিক চিৎকার ভেসে এলো অন্ধকারে। দ্রুত নিচের দিকে নেমে যেতে থাকল চিৎকারটা।
কী ঘটেছে বুঝতে পেরে শিউরে উঠল রেজা। এতক্ষণ মনে হচ্ছিল গাছে উঠে ভুল করেছে, এখন বুঝল কি বাঁচাটাই না বেঁচেছে! যেদিকে এগোচ্ছিল ওরা, সেদিকে রয়েছে পাহাড়ের খাড়া ঢাল। দেয়ালের মতো। ওরা যেভাবে এগোচ্ছিল, আর সামান্য এগোলেই দানবটার মতো ওরাও পা ফসকাত। নিচে পড়ে ভর্তা হতো। (চলবে)

 


আরো সংবাদ



premium cement
ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা আইনের খসড়ায় মানবাধিকার ক্ষুণ্ণ হওয়ার ঝুঁকি রয়েছে : আর্টিকেল নাইনটিন ও টিআইবি পিনাকীসহ দু'জনের বিরুদ্ধে চার্জশিট, একজনকে অব্যাহতির সুপারিশ সিরাজদিখানে প্রচণ্ড গরমে মাধ্যমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী অসুস্থ মানিকগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর গাড়িতে গুলিবর্ষণ বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশন পাচ্ছেন ৫ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান বিরোধী দল নিধনে এখনো বেপরোয়া কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে : মির্জা ফখরুল রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা রুখতে ইউক্রেনকে প্যাট্রিয়ট দেবে যুক্তরাষ্ট্র আইনগত সহায়তা পাওয়া করুণা নয় অধিকার : আইনমন্ত্রী টিউবওয়েলের পানি খেয়ে আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থীরা অসুস্থ নারী আম্পায়ার নিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে আসলে কী ঘটেছিল? কোরবানির জন্য পশু আমদানির পরিকল্পনা নেই : প্রাণিসম্পদমন্ত্রী

সকল